আসুন ২০১২ এর শব্দনীড় ব্লগারদের খেতাব সাজাই

14

আমি নাম প্রস্তাব করলাম। আরো নাম যোগ করবো। শব্দনীড় এ নতুন অনেক বন্ধু ব্লগার এসেছেন তাঁদেরকেও আনবো। তো আসুন শুরু হয়ে যাক আপনার দৃষ্টিতে আপনারই প্রিয় ব্লগারকে কি নামে ভূষিত অথবা সম্মানিত অথবা সমালোচিত করা যায়। দেখা যাক কে হতে পারেন সর্বোচ্চ খেতাব দাতা। সম্মানিত জুরি বোর্ডের নাম অচিরেই ঘোষণা করা হবে। সর্বোচ্চ খেতাব দাতাকে নির্বাচন এবং পুরস্কার প্রদানের দায়িত্ব তাঁদের। শালীন এবং সুন্দর খেতাবই হবে আমাদের সকলের চাওয়া। নতুন বছর সকলের জন্যই বয়ে আনুক সুখ সমৃদ্ধি এবং কল্যাণ। ধন্যবাদ সবাইকে। যারা শ্রম আর মেধা দিয়ে পাশে ছিলেন। নতুন বছরের শুভকামনা।

থিম অনুপ্রেরণা এবং কৃতজ্ঞতায় প্রিয় ব্লগার মুহাম্মদ সাঈদ আরমান এবং শ্রদ্ধেয় আনন্দময়ীডা. দাউদ। যাদের কাছে আমি ব্যক্তিগত ভাবে শ্রদ্ধাচিত্তে ঋণী।

blue
নীড় সঞ্চালক =

red
হরবোলা =
জিয়া রায়হান =
সাইক্লোন =
বিষণ্ণময়ী =
জামান আরশাদ =

blue
ফকির আব্দুল মালেক =
আদর =
ডা. দাউদ =
ছায়েদা আলী =
মোহাম্মদ খালিদ উমর =

red
খেয়ালী মন =
কবিরনি =
সাহাদাত উদরাজী =
চারুমান্নান =
মরু বেদুইন =

blue
হামিদুর রহমান পলাশ =
সুস্মিতা জাফর =
কুহক =
রাজিন =
ওয়াচডগ =

red
আমিন আহম্মদ =
দোয়েল =
মাহবুব আলী =
বিলিভার =
বখতিয়ার শামিম =

blue
পাংশুল =
নীলসালু =
জুলিয়ান সিদ্দিকী =
রাবেয়া রব্বানি =
জুয়ারি =

red
আজমান আন্দালিব =
রুপালি গিটার =
সকাল রয় =
নির্বাসন এ একা =
মরুভূমির জলদস্যু =

blue
রেজা নুর =
নির্ঝর নাসির =
বাংলাদেশী স্লাম ডগ =
এজহারুল এইচ শেখ =
আ,শ,ম,এরশাদ =

red
বাবুল হোসেইন =
ফিদা =
কামাল উদ্দিন =
বন্ধু ব্লগ =
দীপক সাহা =

blue
কালপুরুষ =
মোসাদ্দিক উজ্জ্বল=
জেড এইচ সৈকত =
ভালোবাসার দেয়াল =
আনন্দময়ী =

red
নাজমুল হুদা =
আফরোজা হক =
বনফুল =
সুমন আহমেদ =
নীলকণ্ঠ =

blue
জিল্লুর রহমান =
ফৈরা দার্শনিক =
সেতুবন্ধন =
মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী =
সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল) =

red
মুক্তিযোদ্ধা =
নীলসাধু =
জিপসী =
শাকিলা তুবা =
আবু মকসুদ =

blue
ফকির ইলিয়াস =
আয়েশা আহমদ =
সাঈদ মোহাম্মদ ভাই =
মেজদা =
বালুচর =
শাহিদুল ইসলাম =

red
রেজওয়ান তানিম =
আহমাদ ইউসুফ =
সারাদিন =
ইজি রেসিপি =
রুবেল আহমদ =

blue
মিজানুর রহমান =
রকি =
মেঘ =
ঈশিতা জুলিয়া =
অপদেবতা =

red
বই পাগল =
লিখন =
সুলতানা =
তুস =
হেমন্ত হিমালিয়া =

blue
ছবি =
মাইন রানা =
তীর্যক নীল =
ফরিদুল আলম সুমন =
ডা. সুরাইয়া হেলেন =

red
নেবুলা মোর্শেদ =
শাপলা =
অজানা পথিক =
আজিম হোসেন আকাশ =
ছেলেবেলা =

blue
পাশা =
গোলাম মাহাবুব =
ছবিয়াল =
আলইমরান =
সুজন =

red
সরসিজ আলীম =
শৈবাল কায়েস =
মাহাফুজুর রহমান =
আসাদ =
কৃতদাসের নির্বাণ =

blue
হেমায়েত সুজন =
জামান একুশে =
এলিজা আকবর =
মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী =
ঘাস ফড়িং =

red
রাফিউল রাজী রিটন =
নাজমুন নাহার =
হাসান ফেরদৌস =
রকি =
রক্ত-নজরুল =

blue
আর. এইচ. মামুন =
মুরুব্বী =
ww

ঋণ হচ্ছে সবচেয়ে নিকট শত্রু কিংবা বন্ধু।

দিন পেরুলেই নতুন সালে’র জন্য থাকবে অপেক্ষা।
এই ই মোক্ষম সময়। অন্যের ঋণ স্বীকার করে নিন।
ক্ষমা করে দিন আপন জনের সকল অন্যায় অপরাধ।
জটিলতা ভুলে কাছে ডেকে বলুন : বন্ধু তোমায় শুভ নববর্ষ।
106_n

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।