স্বপ্ন

4hytr

আমি স্বপ্ন লালন করি
আবার আসবে ভেবে
ধরে রাখি মস্তিস্কের কোঠায়।
দিন বয়ে যায় দ্রুত
দীর্ঘ হয় সূর্যের ছায়া
যেন এক নারী বিছায় আঁচল
ভিজে এলো চুল আকাশ আড়াল
করে নামায় আঁধার।

বাতাস ছড়ায় দীর্ঘশ্বাস
রাত এলেই স্বপ্নেরা ভীড় করে
দূরে কোথাও বাজে একতারা
উদাস বাউল এক ভাঙ্গা গলায়
সুর ভাঁজে। ছড়ায় হাহাকার
আমি তাকে ভালোবেসে বেঁচে থাকি।

আমি স্বপ্ন লালন করি
আবার আসবে ভেবে
ধরে রাখি মস্তিস্কের কোঠায়।

ww

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।