বন্ধুরা শুভেচ্ছা নিন।
২৬শে জানুয়ারী বৃহস্পতিবার। তারপর সেই মহেন্দ্রক্ষণ।
ব্লগারস ফোরাম বার্ষিক বনভোজন ২০১২ এর জমজমাট, শ্বাসরুদ্ধকর T10 ক্রিকেট ম্যাচ। ব্লগাররা কালো এবং সাদা এই দু’দলে বিভক্ত হয়ে খেলবেন সেই ঐতিহাসিক ম্যাচ। ম্যাচ প্রস্তুতি শেষ। পিচ বিশেষজ্ঞ জনাব রাজিন ও আউট ফিল্ড, এনভারমেন্ট ও নিরাপত্তা বিশেষজ্ঞ জনাব সাইক্লোন সরজমিনে সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি ম্যাচ আয়োজকদের উচ্ছসিত ধন্যবাদ জানিয়েছেন।
ক্রিকেট দলের জার্সি রেডি। টিম গঠন এবং আম্পায়ার ও শুরু বিষয়ক নীতি নির্ধারন হবে উভয় দলের দলনেতার উপস্থিতিতে। টস হবে। টসে জয়ী টিম খেলা শুরু করবেন। দল যথাক্রমে –
দুর্জয় শব্দনীড়
বনাম
দুরন্ত শব্দতরী
আমি কোন দলে নেই। নেই আম্পায়ারিং এ। আমি আছি দূর গ্যালারীতে।
জানাই শুভকামনা এবং অগ্রীম অভিনন্দন এই দুই দলের জন্য।
আপনার জার্সির ছবি দেখুন। কোন টিমে খেলবেন ঠিক করুন। তৈরী করে নিন আপনার টিম। দলনেতা হতে পারেন। সংখ্যার আধিক্যে সিদ্ধান্ত জনগনের।
এমন ট্রফির রেপ্লিকা দু’দলই পাবেন। নিরাশ হওয়ার কিছু নেই। এগিয়ে নিন আপনার টিমকে। আমাদের করতালি এবং ভালোবাসা আপনার সাথে থাকবে।
loading...
loading...
কোন মন্তব্য নেই