আগামীকাল দাবী আদায়ের হরতাল

কবি জিয়া রায়হান এর একটি ভালোলাগা কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম।

আজ আমি মিছিলে যাবো
আগামীকাল দাবী আদায়ের হরতাল।

সবুজ ঘেরা নির্জনে কাল এসোনা তুমি প্রিয়,
টি.এস.সি কিম্বা পাবলিক লাইব্রেরী কোথাও
আমাকে খুঁজে পাবেনা তুমি, কারণ
আজ আমি মিছিলে যাবো
আগামীকাল দাবী আদায়ের হরতাল।

জানি খুঁজে খুঁজে ক্লান্ত হবে তুমি
ক্লান্ত হবে তোমার দু’টি পা
তবু বলতে পারছিনা আমার ঠিকানা।

যদি আগামীকাল আমাকে পেতে চাও
যদি আমার কাছে আসতেই চাও- তবে,
তবে জেনে নিও আমার অবস্থান
চলন্ত ট্রাক, সশস্ত্র পুলিশ কিম্বা গোপন অস্ত্রের কাছে
ওরাই শুধু বলতে পারে- আগামীকাল
আমি কোথায় কেমন থাকবো কিম্বা আদৌ থাকবো কিনা।

যদি তাদের খুঁজে না পাও
যদি চিনতে না পারো মুখোশে ঢাকা মুখ
তাহলে খোঁজ নিও হাসপাতালে
সেখানে আমার আহত দেহ পাবে,
খোঁজ নিও জেল- হাজতে
সেখানে আমার অবরুদ্ধ বাহু পাবে।

তারপরেও যদি খুঁজে না পাও, তবে
শেষ খোঁজটুকু নিও লাশ কাটা ঘরে
সেখানে আমার প্রাণহীন শীতল দেহ পাবে।

তুমি যদি আমার কাছে আসতেই চাও
তবে আর একটি নতুন হরতালের জন্ম দিয়ে
ফিরে এসো আমার পাশে
হাসপাতালে জেল- হাজতে কিম্বা লাশকাটা ঘরে।

আজ আমি মিছিলে যাবোই
আগামীকাল দাবী আদায়ের হরতাল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।