ফেরা

04

আকাশ নীল দেখলে খুব দূরে যেতে ইচ্ছে করে।
আর দূর ভাবলেই সমস্ত শব্দ ঝিনুকের মতো এক
সমুদ্রের ঢেউ- এ ওঠে পড়ে। মনে হয় ফিরতে ফিরতে
তোমার জন্য কিছু নিয়ে আসি।

দেখি লাল ভেলভেটের সবচেয়ে উঁচু বেদীতে বসে আমার মা সাম্রাজ্য শাসন করছেন।
তাঁর ইঙ্গিতে প্রতি বাড়ির সামনে একজন লোক হাত উঁচু করে দাঁড়িয়ে।
পাছে আমি চিনতে ভুল করি, ভুল বাড়ির সিঁড়িতে
ডাক দিয়ে দিয়ে কাউকে না পেয়ে ফিরে যাই।

ফিরে এলাম আবার। সেই পুরোনো পথঘাট
গূঢ় অঙ্গিকারে ভরা, এরাও নিস্তব্ধ হবে-
কিছু পরে কোন অদৃশ্য সুতোয়?

দ্যাখো, চমকে উঠছে তোমার দাঁতের ভেতর নখ
এবার কি শীত নেমেছে আগের চেয়ে বেশী, কান পাতো
আমার হাড়ের ঠকাঠক্ শুনতে পাবে তুমি।

আমাদের অতীত ঘুমিয়ে আছে সাংঘাতিক স্বপ্নে
খাটের তলায় মরে পড়ে আছে ছাতাধরা নীল জুতো
একদিন স্বপ্ন থেকে জেগে উঠলাম আমরা অদ্ভুত ভাবে
দেখলাম ছিল মহৎ, ছিলো বিষাদ জড়ানো অতীত মুখোশ পরা-
বুঝে গেলাম নিমেষেই… হায় ফেরা। আমার ঘরে ফেরা !!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. শামীম বখতিয়ার : ০৫-০১-২০১৭ | ১৮:৫৮ |

    দারুন অনুভূতি। ভাইয়া সালাম ও অভিনন্দন নিবেন।

    GD Star Rating
    loading...