শরৎ প্রণয়

google1

কাব্য ভাবে

শরতে শিশিরে মোড়ানো স্নিগ্ধ আবরণ
হিয়ামন্দিরে শিউলি ফুলে বিমুগ্ধ বিচরণ
দক্ষিণ হতে ছুটে আসা সুশীতল সমীরণ।

মন্দিরে মন্দিরে প্রেমবীণার সুর তঙ্গ
বৃত্তাকারে অর্কের সোনালী আলো রঙ্গ
আলোতে শিশিরেতে গড়ছে সাথী সঙ্গ।

আমি

আমিও অর্কের মতো আবেগপ্রবণ
শিশিরের মত চেয়েছি তোমাকে আপন
জেগে নিদ্রায় ভেবেছি সুখে আধোস্বপন।

দ্বিপ্রহরে সূর্যালোতে যেন শিশির গলে পড়ে
চেয়েছি তোমায় হিয়ামাঝে সম বিগলিত করে
পাহাড় হতে ছুটে আসা বাঁধাহীন নির্ঝর ভাবহ্রদে।

বিদায় নিলাম

পরিশেষ অভিলাস সেই সমাপ্তে রয়ে গেলো
শিশির জল সাজে মৃত্তিকা মাঝে গা- ঢাকা দিলো
ঝরেপড়া শিউলি অবহেলার পদভারে নুয়ে ছিলো।

চলে যাও সখী চলে যাও
গগন হতে ছুটে আসা উল্কাপিন্ডে তুমি যে ধরণী ধরাশায়িণী উন্মত্ত সিন্ধু
তুমি থামবার নও চলে যাও সখী চলে যাও। আমি রয়ে যাবো শতাব্দীর বন্ধু।

google2
প্রচ্ছদ ছবি গুগল থেকে।

VN:F [1.9.22_1171]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.22_1171]
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।