সভ্য সন্ত্রাস

4672781127_00ff9b13b7
অমিতাচারের চিহ্ন চোখেমুখে
পুরো অবয়বে।
এমন অল্প সময়ে মানুষের চেহারা
এত কুৎসিত হয়ে যায়।
ফিসফিস করে বলে সে।
কি ভীষণ গর্বছিলো সে রমণী মোহন।
এখন বিবমিষা জাগে ঐ চেহারায়।
টাকার কুমীর, আম জনতার কোষাগার
শূন্য করে দিয়ে ধনীর খাতায় নাম লিখিয়েছে।

রক্তচক্ষু –
পড়ে থাকে বোতলের ভিতর।
বনিতাকে বানায় বারবণিতা
গুলজার করে জুয়ার আসর।
ধোপদূরস্ত পোশাকে ঢাকে
– সভ্য সন্ত্রাস।

কিন্তু এসব ছিলোনা একদিন, তার।
অভাব ছিলো, প্রণয় ছিলো, কার্তিক মসৃণ।
এখন প্রণয়হীন যাবৎজ্জীবন।

হায় সন্ত্রাসের সভ্য !!
3b7

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।