কষ্ট ছুঁয়ে যায়

20130228_289
শরীর ছুঁয়ে দিই না আমি
হৃদয় ছুঁয়ে দিই
ভালোবাসার কষ্টগুলো
কারে গিয়ে কই।

স্বপ্ন ছিলো হৃদয়ে আমার
স্বপ্ন ছিলো মনে
সেই স্বপ্নগুলোই শুকিয়ে গেছে
তোমার কারণে।

বুকের মধ্যে বেড়ে ওঠে
ভীষণ দারুণ জ্বালা
হঠাৎ আমার ছিঁড়ে গেছে
ভালোবাসার মালা।

হৃদয় আজ পড়ে আছে
শূন্য থালা নিয়ে
তুমিই শুধু চলে গেলে
হৃদয় ভেঙ্গে দিয়ে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মামুন : ১৯-০১-২০১৭ | ১৩:১৮ |

    হৃদয় আজ পড়ে আছে
    শূন্য থালা নিয়ে
    তুমিই শুধু চলে গেলে
    হৃদয় ভেঙ্গে দিয়ে। Frown

    GD Star Rating
    loading...