শরীর ছুঁয়ে দিই না আমি
হৃদয় ছুঁয়ে দিই
ভালোবাসার কষ্টগুলো
কারে গিয়ে কই।
স্বপ্ন ছিলো হৃদয়ে আমার
স্বপ্ন ছিলো মনে
সেই স্বপ্নগুলোই শুকিয়ে গেছে
তোমার কারণে।
বুকের মধ্যে বেড়ে ওঠে
ভীষণ দারুণ জ্বালা
হঠাৎ আমার ছিঁড়ে গেছে
ভালোবাসার মালা।
হৃদয় আজ পড়ে আছে
শূন্য থালা নিয়ে
তুমিই শুধু চলে গেলে
হৃদয় ভেঙ্গে দিয়ে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
হৃদয় আজ পড়ে আছে
শূন্য থালা নিয়ে
তুমিই শুধু চলে গেলে
হৃদয় ভেঙ্গে দিয়ে।
loading...