ভালো আছি

valo ase

বিকেলের ক্ষীণ আলোয়
কলেজ গেটে দাঁড়িয়ে ছিলো
এক তরুণ। গায়ে ঝুল পাঞ্জাবী
কাঁধে চটের ব্যাগ, মাথার
চুল উস্কোখুস্কো
তবু প্রসন্ন সে-
মৃদু হেসে এক তরুণী জিজ্ঞেস করে
‘ক্যামন আছেন ?’

কেটে যাচ্ছে শ্রাবণ
তবুও মৃদু হাওয়া হচ্ছে
শরীরে শিহরণ দিয়ে,
আকাশের লালচে আভায়
সন্ধ্যের পূর্বাভাস;

হয়তো কোনো এক গাঁয়ে
এক চপল তরুণী
দিচ্ছে সন্ধ্যাবাতি
প্রেমিকটি তার কেবলই
বিদায় নিয়েছে; চিবুক
ছুঁয়ে বলে গ্যাছে
ভালো থেকো রাতে।

আলো আরও ক্ষীণ হয়;
সৌম্য তরুণ দাঁড়িয়ে আছে
মুখে হাসি
বলে ‘ভালো আছি
আপনিও ভালো নিশ্চয়ই ?

valo ase1
valo asi 2a

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।