ব্লগবুক অণুলিখন ৬২

‘যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই
পথিক পরান, চল্, চল সে পথে তুই
অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া …
উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া।’

পথিক পরান, চল্, চল্ সে পথে তুই
যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই।
সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা,
প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা –
রইল না কিছুই।

যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই
পথিক পরান, চল্, চল সে পথে তুই।
অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া
উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া-
ছুঁই তারে না ছুঁই।

প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর।

__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মামুনুর রশিদ : ০৫-০৯-২০১৭ | ৭:৪৭ |

    ‘যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই
    পথিক পরান, চল্, চল সে পথে তুই
    অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া …
    উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া।’

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ০৫-০৯-২০১৭ | ৯:২৮ |

      ‘সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা,
      প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা –
      রইল না কিছুই।’

      GD Star Rating
      loading...