সরব নির্জন জনহীন জনপদেও এঁকে যাই চৈতন্যের আল্পনা …
শুধো মানচিত্রের ঋণ স্বরের বৈভব আর ব্যাকরণ সূত্রের তীক্ষ্ণ ফলা।
আমারটা আমি বলেছি বলে কথা শেষ হয়নি …
সংসার সারাংশে কবিজনও তাঁর মতো করে বিশদ বলেছেন :
স্বর্গের উদয়াচলে মূর্তিমতী তুমি হে উষসী,
হে ভুবনমোহিনী উর্বশী!
জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা,
ত্রিলোকের হৃদিরক্তে আঁকা তব চরণশোণিমা।
মুক্তবেণী বিবসনে, বিকশিত বিশ্ব-বাসনার
অরবিন্দ-মাঝখানে পাদপদ্ম রেখেছ তোমার
অতি লঘুভার —
অখিল মানসস্বর্গে অনন্তরঙ্গিণী,
হে স্বপ্নসঙ্গিনী।
ফিরিবে না, ফিরিবে না — অস্ত গেছে সে গৌরবশশী,
অস্তাচলবাসিনী উর্বশী!
তাই আজি ধরাতলে বসন্তের আনন্দ-উচ্ছ্বাসে
কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে,
পূর্ণিমানিশীথে যবে দশ দিকে পরিপূর্ণ হাসি
দূরস্মৃতি কোথা হতে বাজায় ব্যাকুল-করা বাঁশি —
ঝরে অশ্রুরাশি।
তবু আশা জেগে থাকে প্রাণের ক্রন্দনে —
অয়ি অবন্ধনে।
youtu.be/VJVTMJSjm7g
কবিতা : চিত্রা > উর্বশী। (অংশবিশেষ) শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
loading...
loading...
৫ তারা মার্কায় একটা ক্লিক দিলাম আর
এই আঙ্গুলএ একটা ক্লিক দিলাম।
ভাল করছিনা স্যার?
loading...
অত্যাবশকীয় হয়েছে কিনা জানিনা স্যার। তবে আমি খুশি হয়েছি।
ইদানিং মৌলিক কোন প্রমাণ সাইজের লিখা লিখতে পারি না। ধৈর্য্য হয় না। খেরোপাতায় অসংখ্য কাটাকুটি। তাই ছোট দু’এক লাইন মনে এলে শেয়ার করি।
loading...
পাবলিক এবং জনগন সবাইকে খুশি করাই আমার কাজ, এতে তিনিও খুশি হন আর সাথে সাথে আমিও খুশি হই মানে এক ঢিলে দুই পাখি!
loading...
এই নিন রাতের জন্য ফ্যামিলি খাইদাই উপহার। এক ঢিলে তিন পাখি।
loading...
বাহবা! বাহবা! দেখেছিতো বেশ!
রাতের খাবার, সাথে আছে পান সুপারী। কি জর্দা দিছেন স্যার হাকিমপুরি নাকি রতন মার্কা? হাকিমপুরি হইলে ঠিক আছে না হইলে শুধু জর্দাটা বদলাইয়া দিয়েন।
loading...
পান সুপারি হাকিমপুরী সবই আছে জনাব। দেখুন পঞ্চতারার কী মহিমা !!
loading...
হাই হ্যালো।
আপনি ব্লগীয় জীবনে মজার কোন ঘটনা থাকলে লিখে ফেলার চেষ্টা করতে পারেন। হয়ত একসময় ব্লগের বাইরের কোন হাসির বা মজার ঘটনা আপনার কাছ থেকে পেতে পারি। লিখুন না যা হয় হোক, লিখে ফেলুন।
আপনার কল্যাণ হোক।
loading...
হাই হ্যালো মি. দীলখুশ মিঞা। কল্যাণ হোক সৎ পরামর্শের জন্য।
আমার ব্লগীয় জীবনের মজার ঘটনা নিত্যদিনের। একটা বা একশত বলে শেষ করা যাবে না। মনে রাখুন বলে শেষ করা যাবে না; লিখে নয় কিন্তু !! ব্লগ নিয়েই আমার হাসির এবং মজার ঘটনা যথেষ্ঠ। ঐ যে বললাম লিখে শেষ করতে পারবো না … কারণটা হচ্ছে প্রতিদিন থাকে সংসারের নিয়মিত কাজ, ছেলেমেয়েদের স্কুলে দেয়া আনা, বাজার খুঁজে মুরুব্বীনির অপছন্দের সব্জী সদাই খুঁজে আনা।
অতঃপর থাকে আপনাদের সাহচর্যের লোভ। পাশাপাশি থাকে ইত্যাদি।
loading...
বন্ধু, তোমার চিন্তা-চেতনা অতুল। আপ্লুত।
loading...
শুভেচ্ছা ভালোবাসা প্রিয় বন্ধু শাফি উদ্দীন।
loading...
মহান আল্লাহর অশেষ দয়া এবং প্রশান্তি কামনা করি আপনার জন্য।
“সরব নির্জন জনহীন জনপদেও এঁকে যাই চৈতন্যের আল্পনা …
শুধো মানচিত্রের ঋণ স্বরের বৈভব আর ব্যকরণ সূত্রের তীক্ষ্ণ ফলা।”
(নিরবিচ্ছিন্ন আঁধারে জ্বালাই ছোট্ট মোমের প্রদীপ
কতটা দহনে আকাশ ফোটায় নীল নক্ষত্র টিপ)
loading...
মহান আল্লাহর অশেষ দয়া এবং প্রশান্তি কামনা করি আপনার জন্যও প্রিয় কবি।
loading...