আমি স্বপ্ন লালন করি আবার আসবো ভেবে.
ধরে রাখি মস্তিস্কের কোঠায় এই সুখসময়।
আমারটা আমি বলেছি বলে কথা শেষ হয়নি …
সংসার সারাংশে গীতিজনও তাঁর মতো করে বলেছেন :
পলাশ ঢাকা কোকিল ডাকা আমার এ দেশ ভাই রে
ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে।
ছল ছল ছলিয়ে নিরবধি
রূপালী হার বইছে নদী।
দখিন হাওয়ায় দোল জাগানো পরশ বুকে পাই রে।
ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে।।
ঝর ঝর ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপন আনে
অনেক কথার রূপকথা যে নীরব মায়ায় টানে।
গুন গুন গুনিয়ে বাতাস এসে
কলমি ফুলের গন্ধে মেশে
ফসল ভরা মাঠের ডাকে মন হারিয়ে যায় রে।
ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে।।
youtu.be/M6Ntb7kmN4E
কথা: আজিজুর রহমান
সুর: ধীর আলী মিয়া
শিল্পী: সুবীর নন্দী, ফাহমিদা নবী, খায়রুল আনাম শাকিল,
ঝুমা খন্দকার, শারমিন সাথী।
.
.
.
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
loading...
loading...
সপ্তাহান্তের অনুপস্থিতি শেষে আবার ফিরে এসে আপনার অণুলিখনে যেন রিফ্রেশড হলাম। সেই সাথে তো গানতা ফ্রি পাইলাম।
অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ রইল স্যার।
loading...
সেই সন্ধ্যা থেকে এই পোস্টটি এক একা বসে চোখের জল ফেলছিলো। অবৈতনিক আমি ভিখারির মতো সবার দরোজায় যাই ঠিকই; আমার খোলা প্রান্তরে স্বেচ্ছায় কাউকে আনতে পারি না। অন্যদের মতো শব্দ জৌলুস আমার মধ্যে নেই। আমার দুর্বলতা আছে জানি; পাঠক ক্ষমা করতে শেখেনি। …
loading...
ভিক্ষু কহে ডাকি, ‘হে নিদ্রিত পুর,
দেহো ভিক্ষা মোরে, করো নিদ্রা দূর’ —
সুপ্ত পৌরজন শুনি সেই সুর
শিহরে।
সাধু কহে, ‘শুন, মেঘ বরিষার
নিজেরে নাশিয়া দেয় বৃষ্টিধার,
সব ধর্মমাঝে ত্যাগধর্ম সার
ভুবনে।’
loading...
“জাগো, ভিক্ষা দাও’ সবে ডাকি ডাকি
সুপ্ত সৌধে তুলি নিদ্রাহীন আঁখি
শূন্য রাজবাটে চলেছে একাকী ভিখারি।”
loading...
শান্তনা পাইলাম প্রিয়বরেষু দীলখুশ মিঞা। শুভ সকাল।
loading...
প্রথমে আপনাকে লাল পোলাপে শুভেচ্ছা
হাই হ্যালো।
আপনি প্রতিটি পোষ্টে যান, পড়েন, প্রয়োজনীয় এডিট করে দেন, মন্ব্য করে উৎসাহিত করেন অথচ আপনি আফসোস করছেন কে আপনার পোষ্টে আসে না।
আমাকে বলুনতো কেন আসবে আপনার পোষ্টে? আপনার এসব ফেসবুকে মানায়, এটা ব্লগ…অন্যের পোষ্টে গিয়ে ভুল করলে কইষা দুইটা থাপ্পর দিয়ে আসেন দেখবেন সকলে হুড়মড়িয়ে চলে আসবে আপনার পোষ্টে।
হা হা হা। আমি কতবড় পাকনা, আপনাকে উপদেশ দেই!!!
আপনার পোষ্ট ভিজিটরে ভরে উঠুক।
loading...
loading...
হারানো দিনের কথা মনে পড়ে যায়। যখন শুনতাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, কিংবা একবার যেতে দে না, আমার ছোট্র সোনার গাঁয়….গ্রামীণ বাংলার এই অপরুপ দেখার মতো বর্তমান প্রজন্মের চোখ কই? লোভাতুর দৃষ্টি আর লোলুপতা আমাদের অন্তঃকরণতে গ্রাস করে ফেলেছে…
ধন্যবাদ মুরুব্বী স্যার…আপনার পোষ্টটি পড়ে সেই দিনের পুরোনো স্মৃতিগুলি মনে পড়ছে…
loading...
লিখকের লিখা প্রকাশের পর তার সবচেয়ে আকাঙ্খিত বিষয় হচ্ছে … কেউ এসে আলোচনা, সম আলোচনা অথবা নিন্দা করুক। আমি এই তিনটি থেকে বঞ্চিত।
আমি লিখক নই; এককথায় প্রদায়ক মাত্র। ইচ্ছে শুধু সহ-ব্লগারদের সঙ্গে থাকা।
এরচেয়ে বড় কোন সদিচ্ছে আমার মনে কস্মিনকালেও জন্মায়নি মি. চিশতী।
loading...
আহা! অসাধারণ
loading...
ধন্যবাদ কবিবন্ধু রিয়া রিয়া।
loading...
আবার আসিব ফিরে ভিন্ন কোন নিমন্ত্রণে!
loading...
শুভাগমন প্রিয় বন্ধু মোঃ খালিদ উমর।
loading...
তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হত না ! সত্যি সকালটা সুন্দর হয়ে উঠলো ।
মুরুব্বী ভাই, মুরুব্বীর ব্লগে মুরুব্বীয়ানা দেখানোর সাহস সবাই পায় না, তাই হয়তো !
loading...
আপনি না থাকলে বিকেলটা এত মিষ্টি হত না !! সম্ভবত।
loading...