এই বাংলার মাটিতে শ্যামলী মাতে. ভোরের শিশির ভেজা ঘাসের ফুলে
… যে আশার আলো তুমি ছড়িয়ে দিলে
আমি সে আলোর প্রেম নিয়ে তোমাকে ভালোবেসেছি।
গীতিকাব্য :
এই বাংলার মাটিতে শ্যামলী মাতে
ভোরের শিশির ভেজা ঘাসের ফুলে
যে আশার আলো তুমি ছড়িয়ে দিলে
আমি সে আলোর প্রেম নিয়ে তোমাকে ভালোবেসেছি।
রূপালী স্রোতের হাসি তোমার মুখে
সোনালী ধানের দোলা তোমার চোখে
স্বপ্ন আমার তোমার মাঝে খুঁজে পেয়েছি
আমি তোমাকেই ভালোবেসেছি।
তোমার প্রেরণা যদি সাথে থাকে
হাতের মুঠোয় পাবো আকাশটাকে
তাই তো তোমার চলার সাথী হতে চেয়েছি
আমি তোমাতে ভালোবেসেছি।
______________________________
শিল্পী : সৈয়দ আব্দুল হাদী এবং শাম্মী আখতার।
ছায়াছবি : লাল সবুজের পালা।
কথা : মনিরুজ্জমান মনির।
সুর : সত্য সাহা।
youtu.be/G5KWc1xIggc
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
loading...
loading...
চিরায়ত বাংলার রূপ

loading...
loading...
loading...
loading...