দেখা হবে

dd

আমার কথায় একদিন তুমি সাগর
মন্থন করে আনতে পারতে অমৃত
ঝাঁপ দিতে পারতে আগুনে।
তোমার যাত্রা সমুদ্রের দিকে
তুমি চেয়েছো পূর্ণতা।

রাতের আকাশ থেকে প্রতিদিন
শব্দ ভেসে আসে, আমি আপ্লুত হই
নক্ষত্রেরা চুপি চুপি কথা বলে
বলে রাতের মোহনীয় রূপের কথা।

আমি নক্ষত্রের কথা শুনে ঘুমের মধ্যে
হাঁটতে থাকি –
হাঁটতে হাঁটতে চলে আসি সমুদ্রের
সীমানায়;

সমুদ্র কি বিশাল ফণা তুলে
ছুটে আসে। আমি শন্কাহীন
ভেসে বেড়াই ঢেউ এর চূড়ায়
রাত কি মোহনীয়, আমাকে
সমস্ত বিষাদ থেকে দূরে রাখে
ভুলিয়ে দেয় সমস্ত শ্রান্তি।

ইচ্ছে করলেই ফিরে যেতে
পারি না শৈশবে
পারি না ফিরে যেতে কৈশোরে
কিংবা কৈশোর যৌবনের সন্ধিঃক্ষণে
যখন অনেক স্বপ্ন চোখে এঁকে
তোমার হাতে দিয়েছিলাম।

ইচ্ছে করলেই আমরা হতে
পারি না উদ্দাম সেই
কুড়ি বছরের যুবক যুবার মত
যখন তুমি আমার ঠোঁটে
এঁকেছিলে প্রথম চুম্বন।

আমাদের চারপাশে এখন
ঘর সংসারের চিহ্ন
গেরস্থালির গন্ধ শরীরে
তবুও মন তো যায়নি মরে
হৃদয়ে এখনও লেগে আছে
বারো বছরের স্মৃতিচিহ্ন।

dd

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।