পৃথিবীর মৃত্তিকাকে ছুঁয়ে যাবে বলে
কেমন করুণ মৃত্যু বেছে নিয়েছে!
অতঃপর ঝরাপাতা! বাতাসের ভেতরের প্রাণ কিংবা
সূর্যের অপরাজেয় শৌর্যকে উপেক্ষা করে;
শক্তিমান ডালপালার ঘরে
সহোদরের সাথে;
বৈশাখের ঝড়ের রাত্রি কেটেছে বহুদিন।
তবুও সেইসব মুহূর্তকে ভুলে
কেবলই পাতার টান মৃত্তিকারই সাথে,
কেবলই ভালোবাসা পাতার মৃত্তিকারই সাথে।
অপেক্ষা কেবলই ঋতুর আবর্তনের;
অতঃপর মৃত্তিকার বুকে

