তুমি পড়েই যাচ্ছ অক্ষাংশ – দ্রাঘিমাংশ
আর আমি ঘুরছি সুমেরু – কুমেরু
হিম সময়ে মেলে দিয়েছি কাশ্মীরী শালের ওম
অনবরত নাচছে সেথায় ভালোবাসার সবুজদানা
আমার ভূগোল – যাচ্ছে ঢুকে তোমার ভেতর
রোদ পোহাচ্ছে কমলালেবু ঠোঁটের ওপর
নিরক্ষরেখায় হাঁটছি আমি সন্ধ্যা – সকাল
পথগুলো সব হারিয়ে যাচ্ছে ’ম্যাপ’এর ভেতর।
ছড়িয়ে দিয়েছি ভূগোলরেখা শরীরের ওপর
রুক্ষ ঝড়ে ছলছল করে জলাবায়ু অঞ্চল
কুমন্ত্রণা দিচ্ছে জল বদলের এই বায়ুটা
দুজন মানুষ এক হলে, জলের কেন ভূগোল লাগে?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
জলভূগোল,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সত্যই তাই জলের কেন ভূগোল লাগে
মাটির কেন শীতল লাগে—–
চমৎকার কবি দা
loading...
দুজন মানুষ এক হলে, জলের কেন ভূগোল লাগে? ___ লাগার তো কথা নয় কবি।
loading...