ফুটপাত!
অভিমানী শিকড় গেঁড়েছে পুরনো কাপড়
হৈ চৈ! হাঁক ডাক!
একদাম! একশো! একশো!
গায়ের গন্ধে আগুন উত্তাপ
যেনো পুড়ে যাচ্ছে দিগন্ত বুনা ফসল।
রাজপথ!
রোদ্দুরে পুড়ে যাওয়া শরীর নিয়ে দাঁড়িয়ে ঠাঁয়
সংশয়ী দৃষ্টি মেলে – অনন্তকাল অপেক্ষা
নিষ্ফল হাতগুলো তবু ডাক দিয়ে যায়
সাবধানে থেকো! সবকিছু ধ্রুবসত্য নয়।
অতঃপর!
ভুল অংক মেলাতে গিয়ে আত্মঘাতী পিছুটান!
ওদিকে রাত বাড়ছে! কান্নার ভঙ্গিতে ভিজে যায়
কালো অক্ষর! কালো অক্ষর!
লাল দাগে ভরে যায় শহরের পিচঢালা পথ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
একটি শহরের চালচিত্র,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কান্নার ভঙ্গিতে ভিজে যায়
কালো অক্ষর! কালো অক্ষর!
লাল দাগে ভরে যায় শহরের পিচঢালা পথ।
loading...