আমরা হেরে যাচ্ছি, বদলে যাওয়া মুখ দেখে প্রতিনিয়ত মরে যাচ্ছে বেঁচে থাকার সাধ।
গল্পের থালাগুলো শূন্য পড়ে আছে, নৈঃশব্দের ঘরে ঘরে না পাওয়ার হাহাকার।
স্মৃতিগুলো ফেলে দিতে পারিনি যেভাবে তুমি ফেলে দিয়েছো সুখের রাত।
হেরে যেতে চাই বলে জিতে যাওয়ার কোন আয়োজনই করিনি।
শুধুই বিষাক্ত নখের আঁচড়ে আহত হয়েছে নির্বোধ প্রেম।
পৌষের হিমেল রাতে বৃদ্ধ দাদুর মত ইদানিং আমারও মৃত্যু চিন্তা হয়,
বয়সী কুনোব্যাংঙের মতো শীত নিদ্রায় যেতে চায় অশান্ত মন ।
পারিনা, সব সময় যা মন চায়‘ নিয়তির উল্টো ঘড়ির
পিঠে সওয়ার হয়ে চলে যাই অজানা-অচেনা পথে।
নিবিড় আলিঙ্গনে মন্ত্রমুগ্ধের মতো পথ ডাকে,
অতৃপ্তের হাতছানিতেও ভরে ওঠে মন।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
পথের ডাক,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
হেরে যাচ্ছি, বদলে যাওয়া মুখ দেখে প্রতিনিয়ত মরে যাচ্ছে বেঁচে থাকার সাধ।
loading...
সুন্দর কবি দা ভাল থাকবেন——–
loading...
চমৎকার লিখেছেন, কবি। শুভকামনা থাকলো।
loading...