পাহাড় থেকে ছিটকে পড়ে গেলে
মা আমাদের শোনাতে আসতো বরফের গল্প
আমরা নাকি বালক বালক লাগি
অবশ্য তখনো আমাদের মুখে দাড়ি ওঠে নাই
কেবল গলার স্বরটা ভাঙছে মাত্র।
নদীতে নাইতে গেলেই মায়ের সাবধান বাণী
দেখিস খোকা! সাবধান! ডুবে যাবি
মা যদিও জানে- দুরন্ত সাঁতার জানি
ডুবে মরে যাবার বয়সটাও পেরিয়ে এসেছি অনেক আগে
দিকচিহ্ণহীন ধূসর পৃথিবীতে তবুও ভয় জাগে
কী রাত – কী দিন।
মাকে হারিয়েছি সেই কবে!
এখন বন্ধনহীন – দিব্যি চলছি-ফিরছি!
মায়ের কথা মনে হলেই শীতের মতো চুপসে যাই
তখন মাথায় তিনশত পয়ষট্টি ডিজিটের
একটা ক্যালকুলেটরের হিসেব আসে
যোগ-বিয়োগ, গুণ-ভাগ শেষে ফলাফল হিসেবে যা পাই
দেখি শুধু মা আর মা।
এই তিনশত পয়ষট্টি দিনই যে আমায়
আগলে রাখতেন, তাকে ছাড়া এখন কেমন দিব্যি বেঁচে আছি!
ভাবতেই গায়ের রোম শিউরে ওঠে
মন খারাপের একখণ্ড কালো মেঘ ঘিরে ধরে সারাবেলা।
জানুয়ারি ১৮, ২০১৭
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
মা (৮),
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানাই কবি দা
loading...
তিনশত পয়ষট্টি দিনই যে আমায়
আগলে রাখতেন, তাকে ছাড়া এখন কেমন দিব্যি বেঁচে আছি!
loading...
অপুর্ব সুন্দর
loading...