সময়-১
পুরনো কাগজ মুড়ে একটা বল বানানোর পর
বলটিকে লালঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিলাম
বল গড়িয়ে যাচ্ছে – ঘোড়া দৌড়াচ্ছে
ঘোড়া দৌড়াচ্ছে – বল গড়িয়ে যাচ্ছে
আমিই শুধু চোখ বন্ধ করে বসে আছি।
.
সময়-২
সেই যে হামাগুড়ি দেয়ার পর থেকেই চলা শুরু
তখন থেকেই আঁকছি জীবন ছবি
দেয়ালে – রাস্তায় – বৃক্ষ – ব্রীজে
শুধু মানুষের বুক ছাড়া
সেখানে শান দেয়া ছুরির ধার।
.
সময়-৩
তোমার চোখ অন্ধ
শব্দ আর ধ্বনি ছাড়া সবকিছু কালো দেখ
ঝকঝকে রোদ, উজ্জ্বল জোছনা – শাদা ঘোড়া
হিংস্র হায়েনা নখর – অসংখ্য মৃত্যু
সবকিছুই তোমার কাছে বালির মতো নরম
তুমি অন্ধ – শুধু সময়ের চোখে।
.
সময়-৪
দৃশ্যত সঙ্গম ছাড়া কিছুতেই মোক্ষ লাভ হয় না
সেটা ঋতুমতী নারীই বল আর যুবতীই বলনা কেন
আপেলের দিন ফুরিয়ে এলে প্রত্যেকেই বিড়াল
ডাকে ম্যাঁও – ম্যাঁও – ম্যাঁও – ম্যাঁও।
.
সময়-৫
আধিকারিক যারা তারা দুর্বল
সময় কিংবা শরীরেই হোক না কেন
সংযোগ বাড়াতে গেলে হতে হয় বুনো শুয়োর
সব দৈব-বাণীও নয়
আঁজলায় ভরে তুলতে চাও যদি রূপের মোহ
তবে শুদ্ধি অভিযান চালাও শরীরের ভেতর।
loading...
loading...
প্রথমটা যখন পড়লাম মনে হল এতো ভালো যে ওটাকে বাকিগুলি টপকাতে পারবেনা। দ্বিতীয়টা পড়লাম, মুগ্ধ হলাম। তৃতীয়টা পড়লাম, মুগ্ধ হলাম। চতুর্থটা পড়লাম; ভাবলাম ওটাই সবচে ভালো। শেষেরটা পড়লাম; অসাধারণ লাগলো।
কোনটা রেখে কোনটাকে বেশি ভালো বলি!?
সত্যিই অসাধারণ!!!!
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন
loading...
সময় পদ্যে সময়ের সাথে সাথে চোখের কোণে স্ক্রল ডাউন হয়েছি মুগ্ধতা বেড়েছে।
loading...
ধন্যবাদ শ্রদ্ধেয়
loading...
পাঁচটি সময় পাঁচটি ছবি। সময়ের ছবি। অভিনন্দন কবি দা।
loading...
ধন্যবাদ দিদি
loading...
অসাধারণ কবিতা প্রিয় কবি মোকসেদুল ভাই।
loading...
ধন্যবাদ দাদা
loading...