শোক সংবাদ
………………………..
আমাদের সবার প্রিয় মানুষ ব্লগার ও মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। সংবাদটি জানলাম ফেসবুকের মাধ্যমে উনার ওয়ালেই। খুব ছোট ছোট বাক্যে তিনি জীবনের কথা লিখেছেন। শব্দনীড় ব্লগের মাধ্যমেই উনার সঙ্গে পরিচয় কিন্তু আজ জানতে পারলাম উনি আর নেই। বাস্তবে উনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি কিন্তু খুব আপনজন মনে হতো । কবিতার ছন্দে তিনি ফেইসবুকে ইসলামের অনেক গুরুত্ব পূর্ণ বিষয়ের উপর আলোকপাত করে গেছেন। ব্লগে আমার যে কোন লেখায় উনি আমাকে আঙ্কেল বলে সম্বোধন করতেন। আমাকেও বলেছিলেন আঙ্কেল বলে ডাকতে। আঙ্কেল নেই! মেনে নিতে পারছি না। বুকটা যেন কেমন মোচড় দিয়ে উঠছে। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে ক্ষমা ও জান্নাত দান করুন।
উনার সর্বশেষ কয়েকটি লেখা ছিল এমনঃ (লেখাগুলো উনার ফেসবুক ওয়াল থেকে নেয়া।)
অণুকাব্য
১.
জাতির উন্নত করে শির
দাঁড়ায় রয় বিজয়ী বীর।
২.
জাতি করবে জয়
যদি সত্যেই রয়।
৩.
জীবনের পরম প্রত্যাশা
ফল এবং ফুলের ভাষা।
অণুকাব্য
………………..
আমরা মুসলমান
পড়বো কুরআন।
ইসলামই প্রকৃত ধর্ম
ধর্ম মতে করব কর্ম।
ইসলামই আল্লাহর ধর্ম
এই মতো করব কর্ম।
অণুকাব্য
……………….
অনেক পিতা মাতা
হয়ে থাকেন ছাতা।
সন্তান লালন পালন
হয়ে থাকেন উদাহরণ।
loading...
loading...
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
শাফি উদ্দীন ছিলেন শব্দনীড় ব্লগ অন্তঃ প্রাণ একজন মানুষ। ব্লগের পুরোনো যারা ব্লগার ছিলেন; তাঁদের সবার সাথে তাঁর ছিলো চমৎকার সম্পর্ক। তাঁর বিদেহী আত্মার প্রতি শব্দনীড় এর সম্মান এবং শ্রদ্ধা। আল্লাহতাআলা তাঁকে বেহেস্ত নসীব করুন। আমীন।
শব্দনীড় এ তার আইডি : https://www.shobdonir.com/shafiuddin
loading...
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
জনাব শাফি উদ্দীন ছিলেন শব্দনীড় ব্লগ অন্তঃ প্রাণ একজন মানুষ। ব্লগের পুরোনো যারা ব্লগার ছিলেন; তাঁদের সবার সাথে তাঁর ছিলো চমৎকার সম্পর্ক। তাঁর বিদেহী আত্মার প্রতি শব্দনীড় এর সম্মান এবং শ্রদ্ধা, ভাবতেই পারছিনা এইসব ছোট ছোট উপদেশ মুলক ছড়া আর কেউ লিখবেনা। আল্লাহতাআলা তাঁকে বেহেস্ত নসীব করুন। আমীন।
loading...
মরহুম জনাব শাফি উদ্দিন সাহেবের আত্মার শান্তি কামনা করছি। প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তা যেন মরহুমের আত্মা স্বর্গবাসী করে।
loading...
শব্দনীড়ে তিনি আমার সহ-ব্লগার ছিলেন। মন্তব্যে স্নেহ দিতেন। স্বর্গবাসী হোন দাদা।
loading...
আঙ্কেল বলে তিনি সম্বোধন করতেন। আমার প্রচুর লিখায় তাঁর মন্তব্য ছিলো। মুক্তিযোদ্ধা থেকে নাম বদলে স্বনামে লিখা শুরুর সময়টা আমার স্পষ্ট মনে আছে। খুব দুঃখ পেলাম আজ।
loading...
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই সংবাদে খুব মন খারাপ হল। প্রার্থনা করছি, সৃষ্টিকর্তা উনাকে বেহেস্তবাসী করুন!
loading...
আমীন…
loading...
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
loading...
আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন, আমিন
loading...