ব্যস্ততা কেড়ে নিচ্ছে সব

তারপর কেটে গেছে অনেকদিন। কিন্তু ব্যস্ততার হাত থেকে আমি এখনো রক্ষা পাইনি। কি বাসায়, কি অফিসে শুধুই ব্যস্ততা। এমন ব্যস্ত খুব কমই ছিলাম। অথচ এই আমাকে দেখে কে বলবে, অজপাড়া গাঁয়ের এই ছেলেটি, যার কিনা নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা ছিল এককালে সে কিনা এখন ঢাকায় থাকে, সার্কের মতো একটা বহুজাতিক সংস্থায় জবও জোগাড় করে নিয়েছে নিজের যোগ্যতায়। কোন রকম চেষ্টা-তদবির ছাড়াই।

সেই হারানো দিন। সেই ছোটবেলা। সেই পুকুর, আমতলা, খেলার মাঠ। বাড়ির উঠোন। যেখানে শীতের সকালে রোদ পোহাতে বসতাম সবাই। এখনো মাঝেমধ্যে হাতছানি দিয়ে ডাকে। আর সেই ডাকে সাড়া দিতে গেলেই কেন যেনো গলাটা ধরে আসে। কোথায় থেকে যেনো একটা অস্ফুট কান্না বেরিয়ে আসে।

আহা সেই শৈশব! কৈশোর! এখন কোথায়? আর এই আমি? আমার ব্যস্ততা?

ঠিক হয়ে যাবে সব। আশা করছি খুব দ্রুতই হয়ে যাবে। শব্দনীড়কে বড় মিস করছি। মিস করছি প্রিয় লেখকদের লেখা সেই হারানো শৈশবের মতো। আসবো! খুব দ্রুতই ফিরে আসবো। আর মাত্র কয়েকটা দিন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-১০-২০১৭ | ১৫:৩২ |

    আপনার অভাব আমার অসংখ্যবার অনুভব করেছি প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। ব্যস্ততা থাকে এবং থাকবেই। তার মাঝেও যে আমাদের স্মরণ করেছেন আমরা তথা শব্দনীড় আনন্দিত হয়েছে। ভালো থাকুন। কর্মময় ব্যস্ততায়ও আনন্দ থাকুক। Smile

    GD Star Rating
    loading...
  2. আনু আনোয়ার : ২৪-১০-২০১৭ | ১৫:৫৩ |

    কথা সত্য। হারানো শৈশব এর মতই যেন শব্দনীড়। 

    GD Star Rating
    loading...