মানুষের খোঁজে

মানুষের খোঁজে

শহরে ঢুকলেই আগে মানুষ দেখি
লম্বাটে – গোল রং বেরংয়ের মুখ
চোখ! হাজারও প্রশ্ন করে, চোখে চোখ রাখলে কথা হয়
এক একটা মানুষ যেনো নিজের কাছে রাজহাঁস

শহরে ঢুকলেই নাপিতের আয়নায় নিজেকে দেখে নিই
অভিজাত এলাকায় সুপার সেলুন বলে কথা!
নগর ক্যানভাস – ভাসে হাজার মানুষের ছবি
নতজানু মেঘের ছায়ায় – গন্ধম ফল ভাগ করে খাচ্ছে সবাই।

শহরে ঢুকলেই আলো – ছায়া খুঁজি
না, ভুল বুঝবেন না, এই নামে আমার কোন প্রেমিকা নেই
মানুষ কতভাবে ফুটতে চায় – জানালার পাশে
দরজার কাছে – একা একা কেউ বা দলবদ্ধভাবে

এভাবে শহরে শহরে ঢুকে প্রতিনিয়ত মানুষ খুঁজি
লাল – নীল কালো – শ্যামা হলদেটে – সাদা
তবু মানুষ দেখি না তেমন – যা দেখি তা হলো
হিন্দু – মুসলমান, বৌদ্ধ, ইহুদি আর খ্রিষ্টান।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০১-১০-২০১৭ | ১৫:৪৬ |

    'শহরে শহরে ঢুকে প্রতিনিয়ত মানুষ খুঁজি
    লাল – নীল কালো – শ্যামা হলদেটে – সাদা
    তবু মানুষ দেখি না তেমন – যা দেখি তা হলো
    হিন্দু – মুসলমান, বৌদ্ধ, ইহুদি আর খ্রিষ্টান।'

    সমগ্র সত্তা জুড়ে আমি এবং আমরাও মানুষ খুঁজি। অহোরাত্রি খুঁজি। পাই না। Frown

    GD Star Rating
    loading...