রোহিঙ্গা জেনোসাইড

আমরা ভুলেছি ডুবসাঁতার খেলা
অন্ধ হওয়ার আগে কাঁদতে গেছি ভুলে
পাথরচোখ শুধু চেয়ে দেখে নির্মম বর্বরতা

মেঘের ভেতর ডুবতে বসেছে থলথলে রোদ
দুধশিশু সাঁতার কাটে বাপ- চাচার লাশের ওপর
মা কিংবা বোনের শরীরে হায়েনার আঘাত।

বাক্স – পেটরায় রাখা স্বপ্নের খোলস
তবুও দূরদেশী – বাঁচার স্বপ্ন নিয়ে চোখে
ওরা রিফিউজি নয়- মানুষ।

‘মানুষ’ – এই শব্দে আর বিশ্বাস নেই
পাখির মতো যার আয়ুর পরিসীমা – তারই নাম রোহিঙ্গা
প্রতিশ্রুতির দ্বারে দ্বারে ঘুরে মেলে বঞ্চনা।

পুশ – ইন আর পুশ – ব্যাক এর খেলায় পুড়ছে মানবতা
তবুও শান্তির নোবেল হাতে নিয়ে প্যাগোডার ভিক্ষু হাসে
নাফের জলরাশি জেনে গেছে বুঝি মৃত্যুর চেয়ে বড় কিছুই নেই পৃথিবীতে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. দাউদুল ইসলাম : ২০-০৯-২০১৭ | ১৩:০৫ |

    ‘মানুষ’ – এই শব্দে আর বিশ্বাস নেই
    পাখির মতো যার আয়ুর পরিসীমা – তারই নাম রোহিঙ্গা
    প্রতিশ্রুতির দ্বারে দ্বারে ঘুরে মেলে বঞ্চনা।

    মানবতা ফিরে আসবেই…

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২০-০৯-২০১৭ | ১৩:৩২ |

    ‘‘মানুষ’ – এই শব্দে আর বিশ্বাস নেই
    পাখির মতো যার আয়ুর পরিসীমা – তারই নাম রোহিঙ্গা।’

    অপরিণামদর্শী এই মানুষ যেন মানুষ নয়; বর্বর শাসকের শোষণ পরিণামের ক্রীড়নক। Frown

    GD Star Rating
    loading...
  3. আমির ইশতিয়াক : ২১-০৯-২০১৭ | ১৭:৪৭ |

    পশুকে পশু হতে হয় না কিন্তু মানুষকে মানুষ হতে হয়।

    GD Star Rating
    loading...
  4. শ্রী শুভ্র : ২৪-০৯-২০১৭ | ২১:৩১ |

    ভালো লিখেছো মোকসেদুল।

    GD Star Rating
    loading...