শেষ চুম্বন
তোমার শেষ চুম্বন আমাকে নিয়ে যাচ্ছে গভীর ঘুমে
নিষিদ্ধ পল্লীর মতো ক্লান্ত পৃথিবীর ছায়াশরীর
যার ওলান থেকে ধেয়ে আসছে অদৃশ্য মৃত্যু
গোরখোদকেরা প্রথম যার কবর রচনা করেছিল
তার নামও ছিল বড় অদ্ভুত – মায়াহরিণী
জন্ম হওয়ার পরেই যে চলে গিয়েছিল গভীরতম ঘুমে
তোমার শেষ চুম্বন আমাকে ডেকে নেয় পৃথিবীর দিকে
এক উজ্জ্বল রমণীর বুকে ভীড় করে সমস্ত চপলতা
আর ঐ বুকে সদ্য যে নদীটির জন্ম হলো সে ছুটে আসে
তোমাকে – আমাকে ভাসিয়ে নিতে একটা গভীর ঘুমে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
বেশ ঝরঝরে এবং সাবলীল একটি লিখা। নন্দিত শুভেচ্ছা প্রিয় কবিবরেষু।
loading...