ধানগাছ মরে গেলে আমাদের খিদে জাগে
গেল বার বন্যাতেও এমন হয়েছিল
তখন কেবল পানি ঢুকছিল ক্ষেতে
আর আমাদের পেটে বাড়ছিল আসমানী ক্ষুধা
বানের পানির ওমন রাক্ষুসে চোখ সাত পুরুষও দেখেনি।
ওরে বাবা! কী ভীষণ খিদে তার
খেয়ে ফেলল ধানি জমি, মসলার ভিটা
হালের গরু, দুধেল গাই
মরে গেল মায়ের স্বপ্ন, ভাইয়ের আশা
ফি’বার বন্যা এলে এভাবে স্বপ্নরা মরে যায়।
বাপের ছেড়ে দেয়া মাছগুলোর উদ্দাম নৃত্য
চোখে না দেখলে বিশ্বাস করা যায় না
এভাবে ধানগাছ মরে গেলে স্বপ্নও মরে যায়
ব্যথা জাগানিয়া দিনে আশা থেকে যায়
আমাদের স্বপ্নগুলো ভাসতে থাকে পানিতে
ডাঙায় – পানিতে, পানিতে – ডাঙায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
‘ব্যথা জাগানিয়া দিনে আশা থেকে যায়
আমাদের স্বপ্নগুলো ভাসতে থাকে পানিতে
ডাঙায় – পানিতে, পানিতে – ডাঙায়।’
যদিও গম্ভীর কবিতা তারপরও শুভেচ্ছা এবং শুভকামনা রাখি প্রিয় কবি।
loading...