তোমার জন্যে

তোমার জন্যে

আমি না হয় সকাল বেলার শিশির ভেজা ঘাসফুল হবো
কিংবা ঘন কুয়াশায় ভারি চাদর হয়ে তোমার গায়ে লেপ্টে রবো।
না হয় আমি কৃষ্ণপক্ষের রাতে ভরা পূর্ণিমার চাঁদ হবো
দখিনা জানালা খুলে আমায় তুমি দেখে নিও।
কার্তিকের ক্ষুধার দিনে আমি না হয় নবান্নের ধান হবো
হেমন্তের সজীব হাতে কোমল পরশ বুলিয়ে দিও।

আঁধার রাতে ভয়ের বেলায় না হয় আমি ছোট্ট ঝিঁ ঝিঁ পোকাই হলাম
নিয়ম-রীতি ভেঙ্গে না হয় বুকের মাঝে জড়িয়ে নিলাম।
না হয় তোমার দুঃখের দিনে দু’ফোঁটা আনন্দের অশ্রু হলাম
বিবাগী রাতের বেলায় না হয় একই বিছানায় ঘুমিয়ে নিলাম।

তোমার আঁধার কেশের খোঁপায় না হয় রঙিন দুটি গোলাপ হবো
সকালের পাখি হয়ে জানালার কার্নিশে বসে দুটি গান শুনিয়ে দিবো।
আমি না হয় চৈত্রের দিনে ইলশেগুঁড়ি বৃষ্টি হবো
বাঁধ ভাঙ্গার আওয়াজ তুলে তোমার সামনে দাঁড়িয়ে যাবো।
কাঠফাটা রোদ্দুরে না হয় তোমার মাথার ছাতা হবো
রুষ্ট প্রকৃতির সাথে না হয় যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যাবো।

সম্মোহন বিদ্যা নাইবা জানি তবুও তোমায় পাওয়ার তরে
না হয় আমি সন্ন্যাসী হলাম
কল্পনার অলীক রাজ্যে না হয় তোমায় নিয়ে বাসর সাজালাম।
তবুও যদি তুমি না হও আমার
কাফনের কাপড় পড়ে এই আমি তোমার সামনে দাঁড়িয়ে গেলাম।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ২টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০৮-২০১৭ | ১৩:২৫ |

    অসাধারণ এবং স্বতন্ত্র চেতনার লিখায় আপনার জুড়ি খুব কমই মিলবে।
    অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। Smile

    GD Star Rating
    loading...
    • মোকসেদুল ইসলাম : ১৭-০৮-২০১৭ | ১৫:০৭ |

      আপনার এমন মন্তব্য আমাকে আরও লিখতে ঋণী করে দিচ্ছে। ধন্যবাদ মুরুব্বী

      GD Star Rating
      loading...
  2. রুদ্র আমিন : ১৭-০৮-২০১৭ | ১৩:৩৮ |

    খুব লেগেছে ভাই,

    GD Star Rating
    loading...
  3. জসীম উদ্দীন মুহম্মদ : ১৮-০৮-২০১৭ | ১২:৪৫ |

    অনেক সুন্দর কবি।।

    GD Star Rating
    loading...