অক্ষরহীন প্রেম

অক্ষরহীন প্রেম

যাও অক্ষরহীন সব ভালোবাসা তোমায় দিলাম
বোকা মেয়ে ভালোবাসা কি আর অংকের সূত্র মেনে চলে?
মাঝে মাঝে বিবর্ণ ঋতুতেও পোয়াতি হয়ে ওঠে
যৌনতার সব কামনা ভীড় করে ক্ষুধার্ত রাতের পেটে
আবেগী চাদর গাঁয়ে জড়িয়ে কিছুদিন পরপর নিজেই ধর্ষিত হতে চায়।

কামনার প্রদীপ জ্বালিয়ে ছাই করে ফেলে

সরাইখানা
প্রার্থনার গৃহ
নষ্টনীড়

দেবতার বুকের ওপর অহঙ্কারী পা উঠিয়ে বলে,
‘আমিই শক্তিশালী, আমার নাম ভালোবাসা।’

চৈত্রের তেজস্বী আগুনের লেলিহান শিখায় নয়
স্পর্শের শিহরণে ঘুম ভেঙ্গে যায় বুড়ো পুরোহিতের
তপস্যা ভেঙ্গে দিয়ে অদ্ভুত জলকেলিতে মেতে ওঠে বালিকার সাথে

ভুলে যায় ঈশ্বর,
জগৎ সংসার,
পবিত্র ঘর

ঘরে রাখা কামুক দেবীর ছবিও পড়ে থাকে অবহেলায়।

VN:F [1.9.22_1171]
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
VN:R_U [1.9.22_1171]
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৮-২০১৭ | ১৫:২৭ |

    বাহ্। বেশ সুন্দর লিখেছেন তো !!
    স্বল্প পরিসরে স্বকীয় স্বকীয় সব ভাবনা মিশ্রিত লিখা গুলোন পড়তে কিন্তু বেশ লাগে। Smile

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)
  2. আনু আনোয়ার : ০৯-০৮-২০১৭ | ০:২৯ |

    দেবতার বুকের ওপর অহঙ্কারী পা উঠিয়ে বলে,
    ‘আমিই শক্তিশালী, আমার নাম ভালোবাসা।’

    আমার খুব ভাল লেগেছে।

    VN:F [1.9.22_1171]
    Rating: 0 (from 0 votes)