‘মৃত্যু’ তোমাকে লিখছি
আমার জীবন – যন্ত্রণা পাপ – পঙ্কিলতা সব
যা এতোদিন উহ্য ছিল জীবনের ইতিকথায়
ভাতঘুম শেষে টুকে রাখছি তমসার কথামালা
তোমাকে লিখছি – এখন বিরূপ সময় – মন্বন্তর
আমার সময় এসেছে ঘরে ফেরার
হাভাতে মানুষ দাঁড়িয়ে আমার চলন্তিকা দরজায়
যেনো ক্ষেপে যাওয়া দুরন্ত জিরাফের কুরুক্ষেত্র
‘মৃত্যু’ তোমাকে লিখছি
এখন প্রগলভ সময় – বিষাদে সম্পাদিত হচ্ছে সঙ্গম
অনুবাদে ব্যস্ত হয়ে পড়েছি – বিবর্ণ মুখ
স্মৃতির ভেতর খেলা করে ম্যাটাফোর
মানুষগুলো যতো দীর্ঘ হোক আয়তনে
মৃত্যু – গভীর এক সত্যের নাম
এতোটা কাছাকাছি আমাদের থাকা হয়
তবুও প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার কী নিরন্তর চেষ্টা
‘মৃত্যু’ তোমাকে লিখছি
আমার ঘুম আসছে না আর
মানুষ জানে না হয়তো – জলতলার গল্প বলে তবু
তুমি শিল্পিত অনুষঙ্গের ছোঁয়া হতে পারো নাই কখনো।
.
@(‘মুত্যু’ – তোমাকে লিখছি” শিরোনামের দীর্ঘ কবিতার কিছু অংশ)@
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
“মানুষগুলো যতো দীর্ঘ হোক আয়তনে
মৃত্যু – গভীর এক সত্যের নাম
এতোটা কাছাকাছি আমাদের থাকা হয়
তবুও প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার কী নিরন্তর চেষ্টা।”
___ এর উপর আর কোন কথা থাকে না প্রিয় কবি মোকসেদুল ইসলাম।
loading...