আবে হায়াত
অতঃপর এইসব বেদনাহীন দিন আঙুলের ফাঁক গলে পড়ে গেলে মৃত্যুঘ্রাণ লেগে থাকে নাকে। ছায়া দেখেই মানুষ ভাবতে নেই তাতে ভুল থেকে যায় অনেক। এইযে পাখিরা উড়ে আসে অমীমাংসিত বার্তা নিয়ে তারপরেও আমরা ধরে নিই নষ্ট বিকেল বেলায় তারাই আদ্র অাবহাওয়ার বাহক। অথচ পানি থেকে উড়ে আসে মাছ, রূপালি মাছ বাতাসে আঁশটে গন্ধ মেখে। স্রোতহীন জলে মাতালের মতো দিব্যি ঘুমাচ্ছে মানুষ। এক অন্ধকার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে খুঁজে ফিরি অরণ্যগামী নির্বিবাদী বনরুই। সবুজপাত্র নিয়ে বসে থাকি শালিকের ঝরে যাওয়া স্বর এবার ভরে তুলবো থালা। তবুও খুঁজি বেঁচে থাকার আশে আবে হায়াত এর পানি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
শিরোনামের পাশাপাশি বক্তব্যও বেশ চমৎকার সাজিয়েছেন পড়লাম।
শুভেচ্ছা রইলো কবি।
loading...
মগ্নতা নিয়ে রলাম আঙ্কেল।

loading...
স্রোতহীন জলে মাতালের মতো দিব্যি ঘুমাচ্ছে মানুষ। এক অন্ধকার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে খুঁজে ফিরি অরণ্যগামী নির্বিবাদী বনরুই।
অসামান্য বোধ ! দারুন লেগেছে কবিতার কথামালা।
শুভেচ্ছা কবিকে।
loading...