গতকাল এখানে কী ভীষণ অন্ধকার গেছে। মানুষজন। হৈ চৈ! যেন দোযখের চিৎকার। বাঁচার জন্য মানুষের সেকি চেষ্টা। সবাই বাঁচতে চায়। নিরন্তর সংগ্রাম। অতঃপর হাড়িতে উঠলো চাল। মৃত্যুর দূতকে আমাদের বড় হয়। তবুও ব্যথা বাড়ছে। ক্রমশ! আশ্বিনের রাতের মতো। শিয়ালের ডাক। পিলে চমকে গেলে পিছনে তাকিয়ে দেখি ভয়ংকর চোখে তাকিয়ে আছে দাঁতালো আজরাইল। মৃত্যুর পরওয়ানা হাতে। আমরা পালিয়ে বাঁচি শালা শয়তানের মতো। তবুও রেহাই নেই। ছোট্ট ঘর। জগৎ সংসার। বউ, বাচ্চা। হাতছানি দেয় ভালোবাসার। অন্ধকার! অতঃপর একমুঠো আলোর জন্য আমাদের অন্তহীন অপেক্ষা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মুক্তগদ্য বরাবরই আমার কাছে ভালো লাগে। এই লিখাটিও তার ব্যতিক্রম নয়।
শুভেচ্ছা সহ শুভ সকাল প্রিয় কবি মোকসেদুল ইসলাম।
loading...
মুক্তগদ্য পড়লাম, বেশ আনন্দও পেলাম।
আশা করব ভাল আছেন কবি।
loading...
জগৎ সংসার। বউ, বাচ্চা। হাতছানি দেয় ভালোবাসার। অন্ধকার! অতঃপর একমুঠো আলোর জন্য আমাদের অন্তহীন অপেক্ষা।
loading...