জলের ধারা নামার আগেই ভেঙ্গে যায় দুপুরের ভাতঘুম
আর আমি সন্ধ্যা নামবে জেনে দ্রুত পাহাড় থেকে নেমে পড়ি
তোমার তো আবার পাহাড়কে বড্ড ভয়।
কিছু কথা পড়ে থাকে একলা রাতের চরাচরে
রপ্তানীযোগ্য পণ্যের মতো ভাবনারা ঘিরে ধরে আমায়
বেঁচে থাকা! সেতো এক দূর্বিসহ জীবনের নাম।
কিছু কিছু ভাবনারা মাঝেমধ্যে নদী হয়ে যায়
সেখানে দিব্যি খেলা করে হতাশ মাঝির জাল
অথচ তুমি বিকেলের ভাবনায় স্নান সেরে নিচ্ছো
বেঁচে থাকার এতোই তেষ্টা যখন পেয়েছে তোমার
তবে দেয়াল ভাঙ্গো, ঠোঁট দুটো ভেজা থাকুক
শুধু ঈশ্বর যেন বুঝতে না পারে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভাবনা বিশেষ এর পরও আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রাখি কবি।
loading...
বেঁচে থাকার এতোই তেষ্টা যখন পেয়েছে তোমার
তবে দেয়াল ভাঙ্গো, ঠোঁট দুটো ভেজা থাকুক
শুধু ঈশ্বর যেন বুঝতে না পারে।————
loading...
কম করে হলেও চারবার পড়েছি।
ভাল লাগল।
loading...