আমার প্রথম কাব্যগ্রন্থ ‘অদ্ভুত মানুষগুলো’ প্রকাশিত হয়েছে তিউড়ি প্রকাশন থেকে।
বইটি সম্পর্কে কিছু কথাঃ মানুষ মূলত অদ্ভুত জীব। তবে সেটা যতোটা না দেখতে ততোটাই আচরণে, চলাফেরায় এমনকি নাওয়া-খাওয়াতেও ।‘অদ্ভুত মানুষগুলো’ নামক কবিতার বইটিতে দেখানো হয়েছে মানুষ কতোটা স্বার্থপর ও লোভী হতে পারে। মনুষ্যত্ববোধ, পরোপকার, ভালোবাসা এসব বর্তমানে চার দেয়ালে বন্দি। মানুষ নিজ স্বার্থের জন্য হেন কাজ নেই যা সে করতে পারে না। প্রেমিকা তার প্রেমিক কে, ভাই তার ভাই কে পর্যন্ত খুন করতে পারে। এমন কি- মা, যে কি না প্রচণ্ড কষ্ট করে দশমাস তাকে পেটে ধরেছিল, যে তাকে মানুষ করেছে সেই মাকে পর্যন্ত খুন করতে পারে। অশালীন আর অশ্লীলতায় ডুবে থাকছে মানুষগুলো। কিন্তু এই অদ্ভুত মানুষগুলোর প্রেম-ভালোবাসারও দরকার হয়। ভালোবাসা পেলে তারাও মানুষ হয়ে উঠতে পারে। আর তাই পাঠকেরা বেশ কিছু প্রেমের কবিতা পাবেন এ বইটিতে। যা পাঠ করলে নিজের মধ্যেও ভালোবাসা উথলে উঠবে।
কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে বইমেলার লিটলম্যাগ চত্বরের ‘চিবিমা’র স্টলে। স্টল নং -৩৯। আর কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন – ০১৭১০২২৮৮১৬ এই নম্বরে। কিনতে পারেন রকমারি থেকেও।
প্রকাশনীঃ তিউড়ি প্রকাশন
প্রচ্ছদঃ সারাজাত সৌম
মূল্যঃ ১৩৫ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ ৪৮
loading...
loading...
আপনার আমার প্রথম কাব্যগ্রন্থ ‘অদ্ভুত মানুষগুলো’র সাফল্য কামনা করছি।
ব্যক্তিগত কিছু সময় সমস্যার কারণে বইটি আমি সংগ্রহ করতে পারবো দেরিতে। ইনশাল্লাহ্।
loading...
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
প্রচ্ছদটা বেশ সুন্দন হয়েছে——
loading...
বইটির সফলতা কামনা করছি।
loading...
শুভেচ্ছা নিন কবি।
loading...