অণুগল্পঃ নীরা

নীরার সাথে আমার ঘর বাঁধার শখটা দীর্ঘদিনের। যখন তুমি এবং আমি সম্বন্ধটা বুঝতে পারি তখন থেকে এই চিন্তাটা মাথায় ঢুকে যায়। সম্পর্কে তেমন কিছু না হলেও ও ছিল আমার বছর দুয়েক বড়। প্রায়ই প্রতিদিনই আমাদের দেখা হতো। দূরত্বটা এবাড়ি ও বাড়ির। প্রথম যখন নীরার সাথে দেখা তখন তারা নতুন এসেছে আমাদের পাড়ায়। আকাশটা কালো হলেও সেদিন কোন বৃষ্টি হয়নি। এমনি এক কালো মেঘের নিচে দাঁড়িয়ে তার সাথে আমার প্রথম আলাপ-পরিচয়। তারপর পানি অনেকদূর গড়িয়েছে। আমি শহরে এসেছি। চাকরী করছি। মাঝেমধ্যে কথাও হতো। প্রতিটা কথাতে স্বপ্ন লেগে থাকে।

সেদিন আকাশটা বেশ পরিষ্কারই ছিল। কোথাও কোন রকম কালো মেঘের দেখা পাইনি। আমাদের অফিসে চা-নাস্তার আযোজনটা হয় ছাদে। ভাবলাম বিকেলের মিষ্টি রোদে একটু চা পান করে আসি। টেবিলে বসে আকাশের দিকে তাকিয়েছি মাত্র। এমন সময় নীরার ফোন। জরুরী তলব। এক্ষুনি গ্রামে ফিরতে হবে।

সারারাত জার্নি করে বাড়ি আসতে আসতে সকাল আট টা। দরজা খুলেই দুঃসংবাদ দিল ছোটবোন রোজী। ’ভাইয়া, নীরা আপুকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’ গতকাল রাতে কই যেন চলে গেছে।

ঝুপ শব্দে হাতে রাখা ব্যাগটা পড়ে গেলে রোজী সেটা তুলে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। আমি বাইরে বের হয়ে আসি। শ্যাওড়া গাছটি ঠিক তেমনি আছে। মাটি থেকে বের হওয়া যে শিকড়ে দুজন বসতাম। সেখানে ময়লার আস্তর। হাতদিয়ে ঝেড়ে বসে পড়ি। দৃষ্টিটা মেলে দেই আকাশে। আজও আকাশে মেঘ করেছে কিন্তু বৃষ্টি নেই। মেঘে মেঘে কথা হচ্ছে চমৎকার। যেন তারা জানান দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আসছি। হঠাৎ মাথার চুলে কারো স্পর্শ পেয়ে পিছনে ঘুরে দেখি নীরা। দাঁড়িয়ে আছে। অশ্রুসজল চোখে। আর কোন কথা হয় না আমাদের মধ্যে। নীরাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। বৃষ্টি নামে। অঝোর ধারায়। মেঘেরাও মেয়েদের মন বোঝে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০২-২০১৭ | ১২:৩৬ |

    অসাধারণ সুন্দর একটি অণুগল্প। অণু হলেও যেন বেশী ছোট। এমন গল্পে ক্লান্তি আসে না। মনে মনে বলেছি … আহা আর একটু বড় হলে ক্ষতি কি ছিলো। Smile

    GD Star Rating
    loading...
    • মোকসেদুল ইসলাম : ১৬-০২-২০১৭ | ৯:৩৮ |

      এটাই তো অণুগল্পের মজা মুরুব্বী। মন্তব্যের জন্য ধন্যবাদ

      GD Star Rating
      loading...
  2. আনু আনোয়ার : ১৪-০২-২০১৭ | ১৩:২০ |

    বেশ সুন্দর ছিমছাম গল্প। পড়ে আনন্দ পেয়েছি।

    GD Star Rating
    loading...
  3. নাজমুন নাহার : ১৪-০২-২০১৭ | ১৭:১৪ |

    বেশ লাগলো । যেনো তার পাশে আসাটা অনেকটা স্বপ্ন । বা স্বপ্নই ।
    শুভেচ্ছা জানবেন ।

    GD Star Rating
    loading...
  4. মামুন : ১৪-০২-২০১৭ | ২১:১০ |

    সুন্দর অণুগল্প। পড়ায় ক্লান্তি আসে না। সহজবোধ্য।

    শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  5. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৫-০২-২০১৭ | ১:০৮ |

    ** বেশ সুন্দর এবং সাবলীল….

    GD Star Rating
    loading...