মহাশয় ম্যাডাম

love_drawing_romantic_couple_icon_classical_design_6833847

মহাশয়:
তুই যে আমার ভালোবাসা
আমার স্বপ্ন আশা,
তুই যে আমার পূর্ণিমার চাঁদ
শীতের প্রিয় কুয়াশা।
তুই যে আমার হাতের ঘড়ি
সব সময়ের সঙ্গী
তুই যে আমার শার্টের বোতাম
জড়িয়ে আছিস অঙ্গাঙ্গী।

ম্যাডাম:
তুই যে আমার মেঘ বৃষ্টি
দুঃখ করিস দূর,
তুই যে আমার রাতের ঘুম
আমার গানের সুর।
তুই যে আমার নাকছাবি
আমার কানের দুল,
তুই যে আমার চোখের কাজল
আমার খোঁপার ফুল।

মহাশয়:
তোকে পেয়ে বুঝেছি আমি
ভালোবাসা কী
এমন অদ্ভুত অনুভূতি
কখনও হয়নি।
তোকে নিয়ে কত প্লানিং
হিসেব কষি রোজ,
তোর সাথে কাটাবো জীবন
তুই প্রতিদিন নওরোজ।

ম্যাডাম:
তোকে পেয়ে সব পেয়েছি
তুই জান্নাতের সুগন্ধি,
তোকে একবার দেখার জন্য
কত করি ফন্দি।
তোর নরম বুকে মাথা রেখে
ছাড়বো শেষ নিঃশ্বাস,
তোর সঙ্গে থাকবো সুখে
যদিও হয় বনবাস।

মহাশয়:
তুই যে আমার ব্যাথার ওষুধ
অভাবের দিনের সম্বল
তুই যে আমার শক্তি সাহস
তোকে ছাড়া আমি দুর্বল।
তুই আমার ঈদের রাত
ছুটির দিনগুলো
তুই হতাশার অন্ধকারের
এক টুকরো আলো।

ম্যাডাম:
তুই যে আমার ভেজা চুল
শীতের দিনের রৌদ্দুর,
তুই যে আমার শাড়ির আঁচল
ভালোবাসার সমুদ্দুর।
তুই যে আমার রোদ চশমা
ঠোঁটের মিষ্টি হাসি
তুই যে আমার প্রিয় মহাশয়
সুখ শান্তির গ্যালাক্সি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৩-২০২১ | ২০:১২ |

    শব্দ মিলের কবিতায় আমি সব চাইতে বেশী স্বাচ্ছন্দ বোধ করি। দারুণ প্রিয় মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • মহাশয় : ২২-০৩-২০২১ | ২০:১৯ |

      অনেক ধন্যবাদ প্রিয় মুরুব্বী ভাই।

      ভালোবাসা ও শুভেচ্ছা নিন https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...