রঙিন কাগজ

রাত জেগে একটা একটা শব্দ বেছে
ভালোবাসার কবিতা লিখলাম। তোমার জন্য।
রুমের কোনায় রাখা পেপারবিনটা কাগজে ভর্তি
কাটাকুটি খেলা, পৃষ্ঠা ছিঁড়ে ফেলা
আমার কাঁপা হাতে খুব হয়েছে রাতে।
তোমার প্রতি আমার আকাশের সমান প্রেম
কয়েকটা শব্দ দিয়ে, বাক্য গঠন করে
প্রকাশ করা অসম্ভব। তবুও চেষ্টা
শুধু তোমাকে পাওয়ার জন্য।

রঙিন খামটা বুক পকেটে সকাল থেকে রাখা
যেন কবিতা নয়, শব্দ দিয়ে তোমার প্রতি
আমার প্রেমকেই বেঁধে রেখেছি।
রঙিন এক টুকরো কাগজে।

পার্কের গাছের তলায় বসে, তোমার অপেক্ষার মাঝে
বারবার বুক পকেটে হাত। রঙিন কাগজ খুলে দেখা।
এক টুকরো রঙিন কাগজ, কত মূল্যবান আজ
হয়তো তোমার কারণে
ভালোবাসার জন্যে।

তারপর যখন তুমি এলে
আমি প্রেমের প্রস্তাব দিলাম রঙিন খামে
হ্যাঁ বলতে দুবার ভাবতে দেখিনি তোমাকে।
আনন্দে সুখ টগবগ। বুকে খুশির রোশনাই।

তারপর পলক না ফেলে তোমাকে দেখা
অকারণ হাত ধরে এদিক ওদিক হাঁটা।
বাদাম ভাজায় জমেছিল আড্ডা বেশ
কথা হচ্ছিল স্বপ্ন দিয়ে গড়বো সুখের দেশ।
শেষে আইসক্রিম খেতে খেতে দিলাম রওনা..

হঠাৎ দেখলাম
তুমি আইসক্রিমের কাঠি ধরেছ
রঙিন কাগজে।
স্তব্ধ হৃৎপিন্ড !

হতবাক হয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়লাম।
প্রচন্ড রোদ আয়রন করছে চামড়ায় !
তুমি হাত ধরে দিলে টান। বললে চলো…
তোমার ঠোঁটের কোনায় আইসক্রিম লেগে আছে
সত্যি বলতে এই পৃথিবীতে এত সুন্দর এই মুহূর্তে
কেউ নেই। তবুও আমার নজর রঙিন কাগজে
প্রেম, সৌন্দর্য সব আকর্ষণ ছেড়ে রঙিন কাগজই
দেখছি। যেন তোমার হাতে আমার রাত জাগা প্রেম!
আমার ভালোবাসা মুড়ে আছে। কাগুজে মাগুজে।

তুমি বিরক্ত হয়ে ছুড়ে ফেললে আইসক্রিম।
রঙিন কাগজকে ঘুড়ি হয়ে উড়তে দেখলাম কিছুক্ষন,
ছায়ার খোঁজে দৌড় দিলে আবেগহীন গাছের দিকে
আমি কুড়িয়ে নিলাম আমার ভালোবাসাকে।
আমার কবিতাকে। রঙিন কাগজ আবার বুক পকেটে।
হাঁটলাম। জানিনা কোন দিকে। অকারণেই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৩-০৭-২০২০ | ১৮:৪৬ |

    আপনার কবিতা স্বাতন্ত্রতা এবং নির্মাণশৈলী আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখে। অভিনন্দন কবি মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফকির আবদুল মালেক : ১৩-০৭-২০২০ | ২০:৩৩ |

     বেশ ভালো লাগলো কবিতাটি। 

     

    আপনার প্রতি রইলো অনেক অনেক শুভ কামনা।http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif      

    GD Star Rating
    loading...
  3. দাউদুল ইসলাম : ১৩-০৭-২০২০ | ২১:৪০ |

    চমৎকার একটা কবিতা  । 

     

    শুভেচ্ছা জানবেন । 

    GD Star Rating
    loading...
  4. ফয়জুল মহী : ১৪-০৭-২০২০ | ১:৩৬ |

    চমৎকার ভাবব্যঞ্জণা I 
     

    GD Star Rating
    loading...
  5. আলমগীর সরকার লিটন : ১৪-০৭-২০২০ | ৯:৪১ |

    বেশ অনুভূতির ছুঁয়া কবি দা

    GD Star Rating
    loading...
  6. মাসুদুর রহমান (শাওন) : ০৩-০৮-২০২০ | ১৪:৪২ |

    মুগ্ধকর লেখা……….

    GD Star Rating
    loading...