করোনা আতঙ্কের মধ্যে লক ডাউন না মেনে যদি তোমার সাথে দেখা করতে চাই। একটু সময় কাটাতে চাই। তুমি কি দেখা করবে?
তোমার ঘন কালো চুলে যদি আমি মুখ গুজে দিতে চাই। আমার আঙ্গুল দিয়ে তোমার চুলগুলোকে স্পর্শ করতে চাই। তোমার চুলের সুগন্ধে ডুবে যেতে চাই। তুমি কি নিষেধ করবে?
যদি বলি তোমার ঠোঁট দুটোকে আবারও আজকে ছুঁয়ে দেখতে চাই, আমার ঠোঁট দিয়ে চেপে ধরতে চাই। তোমার সুন্দর লিপিষ্টিক মুছে দিতে চাই। তুমি কি ভয় পাবে?
যদি তোমাকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলি। তোমার ঘাড়ে মাথা রেখে চুপচাপ থাকি। আমার বাঁধন থেকে দূর হতে না দেয়। তুমি কি আমাকে সরিয়ে দেবে?
যদি স্বর্গের ঠিকানায় তোমাকে ডাকি, তুমি কি আমার পেছন পেছন আসবে? সিঁড়ি বেয়ে একের পর এক ধাপ ডিঙিয়ে চলবে? নাকি আমার ডাকে সাড়া দেবে না?
যদি কোন বৃষ্টির সন্ধ্যায় তোমার হাত ধরি। এক ছাতার নিচে গায়ে গা ছুঁয়ে হাঁটাহাঁটি করতে চাই। তুমি কি হাসিমুখে আমার হাতটা চেপে ধরে পথ চলবে?
সুন্দর লেখা। পড়ে অভিভূত হলাম।
ধন্যবাদ প্রিয় ফয়জুল ভাই।
লিখাটি পড়ে মুগ্ধ হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য মি. জীরো।
ধন্যবাদ প্রিয় মুরুব্বী ভাই।
আপনার মন্তব্য আরো লিখতে উৎসাহিত করবে।
শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন
দারুণ পড়লাম কবি জীরো ভাই। আপনার নিক নেমটিও বেশ ইন্টারেস্টিং।