মৌ
অনেক দিন পর তোমার ম্যাসেজ, ফোন করতে বললে। ফেসবুকে নয় সরাসরি মোবাইল এ।
অনেক দিন পর কথা হলো। একদিন তোমাকে বলেছি, তোমার কাছের মানুষ গুলোর তোমার কাছে অনেক কিছুই চাওয়া বা পাওয়ার সময় এখন। তাই যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখেছি। আমি জানি, কোথায় থামতে হবে। একটা সময় ছিল ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলেছি। সময় সবকিছু বদলে দেয়।
তোমার জন্য আমি সত্যিই ব্যথিত। তুমিই তোমার ভবিষ্যৎ বেছে নিয়েছিলে, আমি তখন তোমাকে কি বলেছি মনে করতে পারি। বেশিরভাগ মানুষই একটা ভুলকে ভুলতে গিয়ে আরেকটা ভুল করে। তুমি একটা সুন্দর কথা বলেছো, ওর একটা শিক্ষিত কাজের মানুষের দরকার ছিল, আমি তাই।
এই কথাটাই অনেকেই বুঝতে পারে না। তুমি বুঝতে পেরেছো। এই সত্যটা বুঝতে কারো কারো সমস্ত জীবনটাই পার হয়ে যায়। তোমাকে ম্যাসেজ এই বলতে পারতাম। ইচ্ছে করেই বলছি না। ম্যাসেঞ্জার এ কিছু না লেখাই ভালো। আত্মবিশ্বাস হীন মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই অন্যকে অবিশ্বাস করেন। এটা এক রকমের মানসিক সমস্যা। কেউ যখন কাউকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে তাও নিজের অক্ষমতা এবং অবিশ্বাস এর কারণেই করে। একবার কারো গায়ে হাত তোলার অভ্যাস হয়ে গেলে তা আর বদলানো যায় না, তা সন্তানই হোক বা স্ত্রী হোক, এমনকি বাবা মাও।
কি জানো, প্রেম ভালোবাসা সংসার দাম্পত্য এই বিষয়গুলো শ্বাশত কোন সংজ্ঞা নেই। তুমি যে সমাজে বাস করবে তাই মুখ্য। এমনকি শরীরও। একা একজন মানুষ বাঁচতে পারে। এই কথাটি তোমার সমাজ বা দেশ মেনে নিতে পারে না। তুমি কোথায় একা বেড়াতে যেতে পারবে না। বাসা ভাড়া নিতে পারবে না, বাসে ছেড়ে যেতে পারবে না। কতো সমস্যা।
কি জানো মানুষ সব সময় নিজের জন্য বেঁচে থাকে। যুদ্ধ করো নিজের জন্য। লিও টলেষ্টয়ের সেই ‘ওয়াট ম্যান লিভ বাই’ গল্পটা মনে নেই! ম্যাসেঞ্জার এ কিছু লেখার দরকার নেই। তিনি তোমার মহৎ হবেন এমন তো কথা নেই। তুমি আমি মরে গেলেও এই মহাবিশ্বের তো নয়ই, কোন মানুষেরই কিছু যায় আসে না।
ভালো থেকো। যতদিন বাঁচো নিজের জন্য বেঁচে থেকো।
একটা ভুলের মাশুল দিতে নতুন কোন ভুল করো না।
মিতা
loading...
loading...
তুমি আমি মরে গেলেও এই মহাবিশ্বের তো নয়ই, কোন মানুষেরই কিছু যায় আসে না। ভালো থেকো। যতদিন বাঁচো নিজের জন্য বেঁচে থেকো।
loading...
অনবদ্য এক লেখা।
নিখুঁত ছন্দে লেখা।
loading...