ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি

ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি

সব স্ট্যাটাস, গল্পে একজন তুমি থাকে। সেই তুমি কে ? স্পষ্ট করিনি কারো কাছেই … কখনো করাও যাবে না, যায় না।

তোমার স্বামী ভাবেন আমি তোমার কথা বলছি! তোমার বোন ভাবেন সেই তুমি তার বড় বোন ? তোমার মা কল্পনা করেন আমি তোমার কথা বলছি ! এমনকি আমার মাও তাই ভাবতে পারেন। আমিই শুধু জানি আমি কার কথা বলছি। মাঝে মাঝে নিজেও জানি না। অনেক মানুষের ভালোবাসা যেমন আমি পেয়েছি, তেমনি অনেক মানুষ আমাকে প্রচণ্ড ঘৃনা করে তাও জানি।

তোমাদের বাড়িতে এক বিয়ের অনুষ্টানে দেখা হওয়া সুমী, সে আমাকে এক চিঠিতে লিখেছিলো “তুমি কখনো সুখী হতে পারবে না’। তুমি তো জানো ওর সাথে আমার সেই একবারই দেখা হয়েছিলো। তাঁকে আমি কোন স্বপ্ন দেখাইনি, সে যদি আমাকে নিয়ে কোন স্বপ্ন দেখে থাকে, তো তার দায় তো আমার হতে পারে না। তুমি এও জানো আমি কারো অভিশাপ বা আশীর্বাদে বিশ্বাসী নই। স্বর্গে বা নরকে তো নয়ই।

হাজারদুয়ারি মানুষ আমি। অনেকের কাছে অনেক পেয়েছি। স্বার্থপরের মত সব নিয়েছি। শরীর থেকে মন সব সব, দু হাত ভরে নিয়েছি। দিতে পারিনি কখনোই। দেবার চেয়ে নেওয়া যে কতো কঠিন সে শুধু আমি জানি …।

কখনো কোন অবসরে তাঁদের কথা মনে পড়ে যায়। সবাই সুখী হোক। রবী ঠাকুরের গানেও বার বার “তুমি” শব্দটা এসেছে। একমাত্র তিনিই জানেন সেই “তুমি” কে? যাকে বলতে পারেন “তোমার অসীমে অশেষ লয়ে যেথা আমি ধাই …।”

আমি রবী ঠাকুর নই।
রবী আমার সবটুকু জুড়িয়ে আছেন সে আমি বলতে পারি।
আমার চলে যাবার পর তোমার যদি সময় এবং সুযোগ হয় আমার শিয়রে বসে রবীর দুটো গান আমাকে শুনিয়ো … (কবে কখন তোমার গান শুনেছি মনে নেই, রবীর গান তুমি গাও কিনা তাও জানি না )।

জীবন মরণের সীমানা ছাড়ায়ে …

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-১২-২০১৮ | ২১:৫২ |

    ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি
    মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি।

    বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
    গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী।

    যে পথে যেতে হবে সে পথে তুমি একা–
    নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা।

    সারা দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে
    পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি।

    ___ এখানেই যেন সব কথা গুলো রয়ে গেছে। কথা যারই হোক স্যার।

    youtube.com/watch?v=D1flGfB9bwY

    GD Star Rating
    loading...
    • মিতা : ০৮-১২-২০১৮ | ৭:০৭ |

      ধন্যবাদ 

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০৭-১২-২০১৮ | ২২:০৫ |

    লিখাটিই কিভাবে যেন, মন কেমন আনমনা করে দিলো মিতা ভাই।
    অসাধারণ স্মৃতির চারনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • মিতা : ০৮-১২-২০১৮ | ৭:০৮ |

      স্মৃতি এভাবে ধরে রাখতে হবে 

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ০৭-১২-২০১৮ | ২২:৪৮ |

    আপনার লেখায় ডাবল পার্সেনালিটি লক্ষ্য করলাম মিতা দা। অবশ্য মন্দ অর্থে নয়; ভাল অর্থে। ব্যক্তি মাত্র নিজ ভাবনাকে এগিয়ে রাখে। আপনি তা করেন নি।

    GD Star Rating
    loading...
  4. মিতা : ০৮-১২-২০১৮ | ৭:১০ |

    ধন্যবাদ। আপনি ডাবল দেখলেন। আমি নিজের মধ্যে হাজার পার্সোনালিটি দেখি! 

    GD Star Rating
    loading...