আগামী সংসদ নির্বাচনের এক বছর বাকী থাকতেই মন্ত্রী হয়েছেন মোস্তাফা জব্বার। টেকনোক্রেট কোটাতে। অল্প সময়ে কি করতে পারবেন তা নিয়ে আমার কোন বক্তব্য নেই।
মোস্তফা জব্বারের অপুর্ব সৃষ্টি (!) বিজয়। যারা বাংলা বা ইংরেজী কী বোর্ড ব্যবহার করেন তাঁদের কাছে বিজয় এর কোন বিকল্প নেই। আমার কম্পিউটার ব্যবহার শুরু হয়েছে জাপানী ভাষার অপারেটিং সিস্টেম আর কী বোর্ড দিয়ে। এই অপারেটিং সিস্টেম আর কীবোর্ড মোস্তফা জব্বার এর “বিজয়” সমর্থন করে না। আমি এই পোষ্ট লিখতে বিজয় বা বাংলা কীবোর্ড ব্যবহার করছি না।
আমরা তখন ফনোটিক পদ্ধতিতে চ্যাট করতাম IRC সহ অন্য সার্ভারে, আর কিছুদিন পর আমরা অভ্র পেলাম।
কে কিভাবে নিবেন জানি না এখনো পর্যন্ত বিজয় ব্যবহারকারীর সংখ্যা অভ্রকে অতিক্রম করতে পারেনি (অন্তত অনলাইনে)। আমার নিজের অভিজ্ঞতার কথাই বলি আমার কাছে কী বোর্ড মুখস্ত করা প্রচুর ঝামেলা মনে হয়। আমি একটা কী বোর্ড মুখস্থ করেছি তা হলো ইংরেজী ।এই কী বোর্ডের সাথে ফনেটিক চালু করতে পারলেই আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন যদি আপনার কম্পিউটারে অভ্র চালু থাকে। অভ্রর সুবিধা হলো আপনি স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের পার্থক্যটি বা সংজ্ঞা কে মাথায় রাখলে লিখা খুবই সহজ।
উইন্ডোজ 7 এর সাথে একটা বাংলা ইউনিকোড ফন্ট যুক্ত করা হয়েছে। ফন্টটির নাম Shonar Bangla। মজার ব্যাপার হলো এর আগে এর আগে আমরা যারা বাংলাওয়েব সাইট তৈরী করতাম একটা লিঙ্ক যুক্ত করে দিতাম বাংলা ডাউনলোড করার জন্য। ফন্টটি একবার ডাউনলোড করে নিলে সেই সাইট দেখার জন্য আর কোন সমস্যা হয় না। এরপর আমরা ফন্ট বিষয়ে আমরা নতুন ভাবে চিন্তা করতে শুরু করি। সাইট দেখার জন্য বারবার ফন্ট ডাউনলোড আর ইনস্টল একটা বিব্রত করা ব্যাপার। সেই সমস্যার সমাধান হিসাবে ২০০৯ এর দিকে সাইটের জন্য WEFT তৈরী করা শুরু করি।
WEFT তৈরী করার সময় সেটি কোন কোন সাইটে কাজ করবে তা উল্লেখ করে নিতে হয় এতে যে কেউ সাইটে প্রবেশ করলেই উনার কম্পিউটারে ফন্ট স্বয়ংক্রিয়ভাবে ফন্ট ইনস্টল হবে এবং বাংলা দেখতে কোন সমস্যা হবে না বা নতুন করে ফন্ট ইনস্টল করতে হবে না।
এতক্ষণ যে সব জটিল কথাবার্তা বললাম এর প্রধান কারন হচ্ছে আমাদের বাংলা ফন্ট বা মাইক্রোসফট এর অপারেটিং সিস্টেম বাংলা বা বাংলা ফন্ট না থাকাই হচ্ছে মুল সমস্যা (বিশ্বের বেশীর ভাগ কম্পিউটার এর অপারেটিং সিস্টেম উইন্ডোজ)।
আমি বিজয়কে খারাপ বলছি না। প্রযুক্তি গত দিক থেকে এর অনেক সমস্যা আছে এর প্রধান সমস্যা হচ্ছে বাংলা বা ইংরেজী কীবোর্ড বা ইংরেজী অপারেটিং ছাড়া এটি কাজ করে না। বিজয়কে ইউনিভার্সেল সাপোর্ট দিতে পারলেই এর প্রকৃত সাফল্য আসবে। দল মত নির্বিশেষে সবার কাজে আসলেই আসল সাফল্য আসবে। মোস্তফা জব্বারকে বুঝতে হবে এর সমস্যা।
যেদিন মোস্তফা জব্বারের “বিজয়” সকল রকম অপারেটিং সিস্টেম বা কী বোর্ড সমর্থন (support) করবে তখনই এর প্রকৃত সাফল্য দাবী করা যাবে।
loading...
loading...
প্রত্যাশা করবো সাফল্য আসুক।
loading...
আমিও
loading...
'বিজয়' কীবোর্ড ঠিক অপছন্দ করি না। তবে কীবোর্ডে অভ্র সাপোর্ট করে জন্য অভ্রই আমার কাছে অনেক সহজ মনে হয়। ফনেটিক নয়; ইউনিবিজয়ে অনেক স্বচ্ছন্দ বোধ করি স্যার।
loading...
আমি ইউনিজয় বা ইউনিবিজয় সম্পর্কে জানি না । কদিন আগে এক আড্ডাতে শুনেছি ইউনিজয় নাকি বিজয়ের সাথে মিল আছে ।
আমার কাজের সবটুকু আমি জাপানী ও এস থেকেই করি । আর অভ্র তে আমি বাংলা সাপোর্ট দিতে পারি এই হলো বাস্তবতা ।
বিজয়ের প্রতি আমার লোভ আছে । যেদিন বিজয়ের ফন্ট ইউনিকোড সাপোর্ট করে বাংলা কী বোর্ড আর ইংরেজী ওএস এর বাইরে যেতে পারবে সেদিনের অপেক্ষায় রইলাম …
loading...
মি. মোস্তাফা জব্বার এখন ক্ষমতা বা স্বীকৃতির চেয়ার পেয়েছেন; দেখি কি করেন। আমি এক্সপি ইউজার। তারপরও শুনেছি বিজয়ের নাকি ইউনিকোড ভার্সন রয়েছে। ওয়েব সাপোর্ট করে। সত্য মিথ্যা জানিনা।
loading...