একা একা মন মরা

একা একা মন মরা-
হও যদি ঘুম হারা

মাঝ রাতে খুঁজে পেলে-
হারানো ছন্দ,

তখন কি আলো জ্বেলে-
একটানে খাতা খুলে

সাদা পাতা ভরে দেবে-
হাজারও শব্দ ।

যদি আমি না-ই লিখি-
মনে মনে ধরে রাখি
যত ছবি যত কবিতা,

তাতে তুমি কিবা পাবে-
কেউ যদি না-ই জানে
কি ছিল মনের কথাটা ।

সময়েরই সাঁকো ধরে-
যাও দূরে ওই পারে
সেই রাতে যদি ঝড়ে ভাঙ্গে সেতুটা,

তুমিও কি কাল মেঘে-
দিশেহারা হয়ে যাবে
নাকি ঘুরে ছুটে যাবে দেখবে শেষটা ।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. এস. এম. কামরুল আহসান : ০৫-১১-২০১৭ | ১৯:১৬ |

    সুন্দর কবিতা। ছন্দে ছন্দে দারুণ লাগল।

    একা একা এভাবেই কখনও মন ভরে থাকে…….।

     

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৫-১১-২০১৭ | ২০:০৪ |

    দারুণ সুর-স্বর সংযোজন নিঃসন্দেহে। অনেকদিন পর !! অভিনন্দন মি. মিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...