স্বপ্নে দেখা নারী, স্বপন পুরে বাড়ি

অনেক দিন আগে থেকে একটা বাড়ির স্বপ্ন আমার মাথায় ঢুকে গেছে। সেই বাড়িটা কিভাবে মাথায় এলো খুঁজে পাই না। মাঝে মাঝে ভাবি ‘শেষের কবিতা’ থেকে আবার মনে হয় ‘মাধুকরী’ বা ‘একটু উষ্ণতার জন্য’। যেখান থেকেই হোক না বাড়িটার কথা কাউকে বলা হয়নি। মনের ভিতরে সযতনে রেখেছিলাম।

গভীর অরণ্যের মধ্যে সেই চারপাশে পাঁচিল দেওয়া সাদা রঙের একতলা পাকা বাড়ি,বাড়ির বাইরের দেয়ালে কোথাও কোথাও সবুজ শেওলা জমেছে। চারপাশে বিশাল এলাকা জুড়ে ঘাস আর কয়েকটা বড় শতবর্ষী আম বা শিরিষ গাছ। বাড়ির দক্ষিন দিকে একটা খোলা বারান্দা। পাঁচিলের পাশে কোথাও গোলাপ, টিউলিপ, কোথাও ডালিয়া ফুটেছে। সদর গেটের সাথে মর্নিং গ্লোরি লতানো ফুল গুলো দেয়ালের অনেকটা দখল করে আছে। আবার কোথাও কিছু সবজী যেমন শসা টমেটো। পাশের বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব হবে কমপক্ষে দুই কিলোমিটার। রাতে তো নয়ই দিনেও থাকবে শুনশান নিরবতা।

একটা বড় ড্রয়িং রুম আর ছোট দুটি বেডরুম। ড্রয়িং রুমে থাকবে রাজ্যের বই আর একটা রেকর্ড প্লেয়ার। একটা ফায়ার প্লেস। গভীর অরণ্যে সে বাড়িতে বিদ্যুৎ থাকবে অবশ্যই সোলার পাওয়ারের। একাই থাকবো। একজন কেয়ার টেকার থাকলে মন্দ না। একটা ‘গোল্ডেন রেড লিভার’ বা জাপানী ‘শিবা’ প্রজাতির কুকুর। একটা ছোট জীপ থাকলেই ভালো; সপ্তাহে একদিন পাঁচ কিলোমিটার দূরের বাজারে যেতে হবে তাই।

সারাটা দিন কাটবে দক্ষিনের বারান্দায় বসে। রেকর্ড প্লেয়ার থেকে ভেসে আসবে সাগর সেন বা জয়তী চক্রবর্তীর কণ্ঠের রবীন্দ্র সঙ্গীত। জোসনা রাতেও সেই বারান্দায় একটা ইজি চেয়ারে বসে চোখ বুঝে গান শুনেই কাটবে।

ইচ্ছে হলে তুমি চলেও আসতে পারো দু’একদিনের জন্য অবশ্য তোমার স্বামী রত্নটি যদি অনুমতি দেন। উনাকেও নিয়ে আসতে পারো, আমার দিক থেকে কোন আপত্তি নেই। তবে আমার সাহচার্য উনার উপভোগ্য নাও হতে পারে। শর্ত একটাই দু রাতের বেশী থাকা চলবে না। দু’রাত থেকে তিন রাত হলে অতিথি আর অতিথি থাকে না। তুমি আসলেই শুধু রাতে ‘বার বি কিউ’ হবে। একা একা তো আর ‘বার বি কিউ ‘ চলে না। তোমার পছন্দের গান আর কিছু বই নিয়ে আসতে ভুলো না কিন্তু।

…। (অসমাপ্ত)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩১-০১-২০১৭ | ১৮:১৫ |

    লিখাকে আমার সিরিয়াসলি নিতে হচ্ছে। লিখা অসমাপ্ত।
    লিখকের মতো করে আমিও একসময় স্বপ্ন দেখতাম। এখনও দেখি।
    সব স্বপ্ন নয় তবে কিছু স্বপ্ন পয়সা কড়ি দিয়ে কেনা গেলেও এই স্বপ্ন আমার পূরণ হয়নি।

    স্বপ্ন দেখা ভালো। অন্তত স্বাস্থ্যের জন্য। স্বপ্নই বেঁচে থাকার রশদ। জীবন যে একটাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  2. মিতা : ৩১-০১-২০১৭ | ১৮:৪৬ |

    স্বপ্নই তো দেখে গেলাম স্বপ্নার দেখা মিলে না ।

    GD Star Rating
    loading...
  3. মামুন : ৩১-০১-২০১৭ | ১৯:৪৪ |

    একটা বাড়ির স্বপ্ন আমার মাথায় ঢুকে গেছে। সেই বাড়িটা কিভাবে মাথায় এলো খুঁজে পাই না। মাঝে মাঝে ভাবি ‘শেষের কবিতা’ থেকে আবার মনে হয় ‘মাধুকরী’ বা ‘একটু উষ্ণতার জন্য’। যেখান থেকেই হোক না বাড়িটার কথা কাউকে বলা হয়নি। মনের ভিতরে সযতনে রেখেছিলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...