হাটি হাটি পা পা করে ছুটে
চলি রোদ্দুরে এক।। কবিতার ভাজের স্তূপ হাতছানি দেয় অহর্নিশ;
আমি খুজি বিকল্প এর
এবং যেখান থেকে শুরু যাত্রা আমার
ফিরে যাই সেখানে, একবার, দু-বার, বারবার।। আমার গল্পের রাজপুত্তুর ;
বিনন্দীবিলের জমে থাকা নীল আকাশ
কফিয়ান ডায়েরি আমার
সব গুছিয়ে নিয়েছি নিজের মতো

