রেইনবোঁতে আইসক্রীম খাচ্ছিলাম। কাঁধে ধাক্কা দিয়ে সে বললো, তোমার প্রেমে পড়তে চাই।
আমি বললাম, পড়ো
বয়স হয়েছে । প্ল্যাটোনিক প্রেম নয়, এই বলেই সবার সামনে সে ঠোঁট ছুঁয়ে দিলো;
আমি বললাম, মরো ।
একটু লজ্জা পেলো সে। তারপর ইতস্তত বললো, রাগ করেছো?
আমি বললাম: বন্ধু তুমি, এটুকু তাই করতেই পারো
এবার সে উল্টো একহাত নিলো, সবকিছুতেই আঁতলামি!?
আমি বললাম, মারবে যদি ওভাবে কেন মারো ?
তারপর অনেকদিন দেখা নাই। হঠাৎ সেদিন ইনবক্সে তার বার্তা:
শুনেছি দুনিয়া ঘুরছো! আমার কথা মনে পড়ে?
জবাবে লিখলাম: জানালায় চোখ রেখেই কনফার্ম করছি,
এখানেও গাছের পাতা নড়ে চড়ে !
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর হয়েছে মি. মিড ডে।
loading...
হাহাহা। আসলেই দারুণ তো !!
loading...
শুনেছি দুনিয়া ঘুরছো! আমার কথা মনে পড়ে?
জবাবে লিখলাম: জানালায় চোখ রেখেই কনফার্ম করছি,
এখানেও গাছের পাতা নড়ে চড়ে !
* অসাধারণ বাণীবিন্যাস…
মুগ্ধ, সুপ্রিয়।
loading...