অস্তাচলে কৃষ্ণ রেখা
জানায় রাতের গড়ি।
খেয়া পারে ব্যস্ত যাত্রীরা
গুটায়ে পসার পাত তাড়ি।
প্রহরে প্রহরে গড়ছে পট
জানা অজানার পটে।
ক’জনই বা খবর রাখে
সৃষ্টির কোথায় কি ঘটে।
আকাশ সাজে বাহারি সাজে
বসায় চাঁদের ঘাট।
মনের মুকুরের লালিত স্বপ্ন
বসায় সওদার হাট।
কেউবা সাজায় সুখের বাসর
সানাইয়ের সুরে।
কেউবা নিরবেই ঝরে যায়
বিউগলের সুরে।
কেউবা জানায় আগমনী বাতা
কান্নার রোলে।
কেউবা পায় অশনি সংকেত
হুঙ্কারের বোলে।
প্রহর গড়ায়, নিকাশ নিরব
থম থমে চারিধার।
অশরীরা ও যেনো সেই হুজুগে …
ছেয়ে যায় পারাবার।
রাতের প্রহর কাটেনা তখন
হৃদয় ভাঙার জোয়ার।
ভাটির টানে কোথায় হারাবে
নিলিপ্ত হাহাকার।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
রাতের প্রহর,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সরল ঘরানার প্রতিটি লিখাই আমার ভীষণ পছন্দ।
আজকের লিখাটি ছন্দ পদ্যের হলেও লিখাটি শেষ হয়েছে কিনা বুঝলাম না।
সালাম জানবেন আপা। শুভ সকাল।
loading...
সালাম আযাদ ভাই শেষের প্যারা মিস তাই শেষ হয়ে ও শেষ হোলো না সে জন্য দুঃখিত।
মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। শুভ কামনা সব সময়
loading...
হুম। আমার কাছে তেমনটাই মনে হয়েছে আপা। বেটার নেক্সট টাইম
loading...