E যুগের বদৌলতে বিশ্ব দ্রুত এগোচ্ছে।
ক্রমেই পৃথিবী ছোট হয়ে আসছে।
আসছে নতুন নতুন চিন্তাধারা।
পাল্টেছে ক্রাইমের ও ধারা।
রাজনৈতিক ব্যবসায়িক, পারিবারিক, ব্যক্তিগত।
শত্রুতা উদ্ধারে অপরাধীরা সম্যক অবগত।
মাস্টার মাইন্ডের পৃষ্ঠপোষকতায়,
অপরাধী চক্র আরও সক্রিয় আধুনিক উপায়ে।
টাইম বোমা, মাইন বয়ে আনে শত শত হত্যা।
গুপ্ত হত্যা প্রকাশ্যে হত্যা, প্রণয়ে হত্যা।
স্ত্রীর জীবন বীমা করে বাথটাবে শ্যাম্পুর ফাঁদে,
হাসতে হাসতে নিয়ে যায় জীবনের যবনিকা পাতে।
মুখের উপর বালিশ চেপে।
চিরতরে নিশ্চল মৃত্যুর কোলে সঁপে।
অ্যাসিড দগ্ধরা যেন নিজেরাই অপরাধী মুখ লুকাতে ব্যস্ত।
এমনটি হওয়া উচিত যেনো অপরাধী থাকে সন্ত্রস্ত।
আইনকে উপেক্ষা করে উকিল কে বখরা দিয়ে,
আইনের ফাক গলে স্বাধীন ভাবে ঘুরে বেড়ায় গায়ে ফুঁ দিয়ে।
এই সাহসেই ক্রমশ অপরাধ বাড়ছে।
জাতি ঘোর অমানিশার দিকে এগোচ্ছে।
অপরাধীকে জন সম্মুখে শাস্তি দেওয়াই কাম্য।
যদি প্রতিষ্ঠিত করতে হয় সাম্য।
আইন, বিচার বিভাগে রয়েছে কতিপয় অসাধু ও পক্ষপাত দোষে দুষ্ট।
টাকার বিনিময়ে এরা অপরাধীকে করে সন্তুষ্ট।
আমাদের বিচার বিভাগ হওয়া উচিত আধুনিক, কার্যকরী, ত্বরান্বিত।
স্বজনপ্রীতি, দূর্নীতি, দুঃশাসন মুক্ত।
নিষ্ঠুরতা, বর্বরতা, প্রতিহিংসা।
লালসা, অমানবিকতা, জিঘাংসা।
নির্যাতনের কিছু রূপ।
সুস্থ বুদ্ধির প্রতিরূপ।
হারিয়েছি আমরা নীহার বানু, সালেহা, রীমাকে।
সমিরন, করিমন, আরও অনেক জনকে।
বহুগামিতার মানসিকতা থেকেই উদ্ভব এই ফিতরত।
HIV /AIDS তারই খেসারত।
.Com যুগের প্রজন্মকে বাঁচাতে চাই সুপরিকল্পিত নীতি মালা।
চরিত্র সংশোধনের জন্য চাই জোর প্রচারণা ও বিধিমালা।
loading...
loading...
আমাদের ঘিরে থাকা সব বাস্তবতার চিত্র। এভাবেই চলছে জীবন। পরিবর্তনহীন।
loading...
সালাম বাস্তবতায় ঘেরা সমজ কি আর করা শুভকামনা
loading...
আমাদের এই সমাজ এভাবে এক অদৃশ্য সুতোয় নিয়ন্ত্রিত হচ্ছে মনে হয়।
loading...
তাই মন হয় স্বাথই বড় শুভেচ্ছা অনেক
loading...
ই যুগে পৃথিবী যেন দৌড়োচ্ছে কবি বোন। নিয়ন্ত্রণ কোথায় !!!!!!!!!!! নাই।
loading...
হুম, নাভিশ্বাস মনে হয় সবার, বছর শুরু হয়ে ই মনে হয় শেষ হয়ে যায় দৌড়ের উপরেই শুভকামনা রইল
loading...
আইন, বিচার বিভাগে রয়েছে কতিপয় অসাধু ও পক্ষপাত দোষে দুষ্ট।
টাকার বিনিময়ে এরা অপরাধীকে করে সন্তুষ্ট। ঠিক তাই আপু।
loading...
ভালো লাগালো সাজিয়া শুভকামনা
loading...
আইনকে উপেক্ষা করে উকিল কে বখরা দিয়ে,
আইনের ফাক গলে স্বাধীন ভাবে ঘুরে বেড়ায় গায়ে ফুঁ দিয়ে।
loading...
ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা রইলো
loading...
সহমত।
loading...
ভালো লাগলো আপুনি শুভকামনা নিরবধি
loading...