শুভ জন্মদিন (ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান)

শুভ জন্মদিন ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান
ক্ষন জন্মা বিরল ইতিহাসে।
জন্ম নেন ১০ই এপ্রিল জার্মানীতে
এক মৃর্ত্তিকা শিল্পীর ঔরষে।
শিক্ষায় ধ্যানে জ্ঞানে ব্যপৃত ছিলেন
ছোট বেলা থেকেই।
ভাষান্তর আর আবিষ্কারে
বিলিয়ে দিয়েছেন নিজেকেই।
এ্যালোপ্যাথের উচ্চ ডিগ্রী লাভেও
মেটেনি মনের আকুলতা।
চিকিৎসা পেশার পদে পদে
লড়েছেন বহু প্রতিকূলতা।
কি করে নির্দোষ আরোগ্য করা যায়
এটাই ছিল তার বড় আকুতি।
পেয়েছেন ইউরেকা সম সদৃশ্য বিধান হোমিওপ্যাথি
যা বিশুদ্ধ প্রকৃতি।
মায়াজম আবিষ্কার
তার এক অসাধ্য সাধন।
রুগ্ন মানবতার দ্বারে
উড়িয়েছেন বিজয় কেতন।
জন্ম ধারন বৃথা যায়নি
প্রতিভাত হয়েছে নবজীবনের ফুটেছে রুগ্নের মুখে হাসি।
অণুর বিকাশ সার্থক হয়েছে
প্রমানিত হয়েছে শাশ্বত বিজ্ঞানের রাশি।
আমরা তোমার ক্ষুদে পথিকৃত
ধরে রেখেছি উর্ধে তুলে তোমার জ্বালানো মশাল।
প্রতিজ্ঞাবদ্ধ পৌছে দেব হাত থেকে হাতে
অনাদি অনন্তকাল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. এই মেঘ এই রোদ্দুর : ১১-০৪-২০১৭ | ১৩:০৫ |

    শুভ জন্মদিন স্যামুয়েল হানিম্যান

    GD Star Rating
    loading...
    • ছন্দ হিন্দোল : ১২-০৪-২০১৭ | ৮:৩২ |

      ধন্যবাদ দাদা
      আত মানবতার জয় হোক….

      GD Star Rating
      loading...
  2. মুরুব্বী : ১১-০৪-২০১৭ | ১৩:৪১ |

    শুভ জন্মদিন ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান। আমাদের বিনম্র শ্রদ্ধা।

    GD Star Rating
    loading...
    • ছন্দ হিন্দোল : ১২-০৪-২০১৭ | ৮:৩৭ |

      ধন্যবাদ দাদা,
      পৌছে যাক রুগ্ন মানবতার দ্বারে….

      GD Star Rating
      loading...