বাংলাদেশ হলো এবারে বিশ্ব কাপের ভেন্যু
মাঠ সাজাতে ওয়ার্ড এক্সপার্টরা তৈরী করেছে মেন্যু।
সেজে গুজে স্টেডিয়াম এখন বিশ্বের অন্যতম
পিচ হয়েছে প্যারাডাইস রানের স্কোর দ্রুততম।
স্কোর বোর্ডে তৈরী হয়েছে বিশাল আয়োজন
হাসি খুশি আনন্দ উল্লাস মেটায় প্রয়োজন।
ব্যাটসম্যানরা হাঁকছে ব্যাট তেমন কিছু নয়
চোখ ঘোরাতেই দেখা যায় চার ছক্কা হয়।
আমাদের ছেলেরা এমন করে খেলবে যে কবে
ধ্বংস স্তুপ থেকে দল ম্যাচ ঘুরিয়ে নেবে।
আশরাফুলদের কনফিডেন্সের বড়ই অভাব
পড়তে নিলে একে একে ঝরে পড়ার স্বভাব।
একটা পড়লে পরের জনের দায় যে অনেক বেশি
সেদিকে খেয়াল রেখে শক্তি উদ্যমে হবে সাহসী।
ধোনীদের মত করে দলকে জেতাবে
মাহেলাদের মত করে প্রতিপক্ষকে এড়াবে।
বাংলাদেশের মনের জোর হলে এতো কম
বিশ্বকাপের দলগুলো সব হবে ওদের যম।
সময় থাকতে কলা কৌশলে সাবধান হওয়া চাই
বাপের ব্যাটা শক্ত হলে হারাবে বুকের পাটা এমন কারো নাই।
loading...
loading...
বিশ্ব কাপে বাংলাদেশ গিয়েছে। জয়ের কাপ ঘরে তুলবে নিশ্চয়ই একদিন।
loading...
বিশ্ব কাপ একদিন আমাদের ছেলেদের হাতে উঠবে এই দোয়া….
(অনেক আগের লিখা)
loading...
এটাই তো আমি মনে করি অকে বড় বিজয়।
loading...
সালাম,অনেক দিন পর দেখলাম
কেমন আছেন আপনি
শুভকামনা সবসময়
নিশ্চিত
loading...