মেঘ ছুঁই ছুঁই পাখি নয় সে,
হালকা হাওয়ায় পাখা মেলে আকাশে,
লাল, কমলা, বেগুনি, সবুজ, হলুদ, নীল নীলিমায় মিশে,
যেন সূর্য্যের সাত রঙ,রঙধনু হয়ে দিগন্তে ভাসে।
থেকে থেকে সাপের মত ফনা তুলে,
ছন্দ হিন্দোলে নাচেও হেলে দুলে।
এগিয়ে আসে একে অন্যের দিকে,
গলা গলিতে ছিটকে পড়ে দু জন দুদিকে।
আসলে ঘুড়ি মাঞ্জা সুতার সব কাজ,
হাতে ধরা লাটাই দেখায় সব কারু কাজ।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ধাধার মতো লাগল, যাক শেষ পর্যন্ত উত্তর পেয়ে গেলাম। উত্তর না পাওয়া পর্যন্ত স্বস্থি পেতাম না।
loading...
সালাম,
আকাশে ঘুড়ির ভাষা বুঝতে কারো দেরি হয় না ,না বললেও বুঝে ফেলতেন নিশ্চয়ই ছোট কালের অভিজ্ঞতা থেকে…
শুভেচ্ছা অনেক
loading...
‘আসলে ঘুড়ি মাঞ্জা সুতার সব কাজ,
হাতে ধরা লাটাই দেখায় সব কারু কাজ।’
___ শেষ অংশটি দারুণ লেগেছে আমার কাছে। শুভ সকাল আপা।
loading...
আকাশে ঘুড়িদের নিবাক ভাষাা সবাককেও হার মানায়
শুভেচ্ছা শুভেচ্ছা
loading...