সংসার তরণী

সংসার ধরি একটি নৌকা যার কাণ্ডারী স্বামী
পাড়ি দিতে হয় তরঙ্গ বিক্ষুদ্ধ নদী, খাড়ি, বালুচর আর বেলা ভূমি।
বাতাসের দিকে খাটাতে হয় পাল, ধরতে হয় শক্ত হাতে হাল
জোয়ার ভাটার সাথে রেখে তাল।

পাকা মাঝি পাড়ি দেবে যাত্রী নিয়ে, ঠিক পৌছে যাবে তীরে
অন্যথায় দোদুল্যমান হবে ঢেউয়ের তরঙ্গে, নইলে আটকাবে বালুচরে।
স্বামীর চাই সুস্থ বুদ্ধি, বিবেচনা, হৃদয়ের উষ্ণ গভীরতা সহ ভালবাসার মানসিকতা
সন্তানের জন্য চাই মঙ্গলাকংখী নিবেদিত প্রাণ পিতা।
প্রভু নয় প্রিয় হলেই থাকবে পাশে স্ত্রী, পুত্র ,কন্যা থাকবে স্বার্থ অনুকূলে
সংসার তার সুশোভিত হবে স্নিগ্ধ পত্র-পল্লবে, ছেয়ে যাবে ফুলে ফলে।
খামখেয়ালী বিবেচনা হীন পুরুষ নিদারুণ যন্ত্রনা সংসার জগতে
বিক্ষুদ্ধ তরঙ্গায়িত নদীতে যাত্রীকে ঝড় ঝঞ্জায় ডুবিয়ে দেয় মহাকালের স্রোতে।
নারীকে অবলা দুর্বল পেয়ে দেখায় যত পেশী শক্তি অবহেলা অপমান।
আসলে নিজের বংশেই টেনে আনে দূর্যোগ, জ্বলেনা বাতি আর দেদীপ্যমান
যুগে যুগে নিষ্ঠুর বর্বরতায় ঝরে গেছে কত জীবন, ছাই হয়েছে কত সংসার।
নিষ্ঠুর দাবানলে অগনিত নারী, শিশু পুড়ে হয়েছে ছারখার
খামখেয়ালী ভোগ দেয়না শান্তি রিপুর তাড়নায় করে যা ক্ষণস্থায়ী।
ভালবাসায় শান্তি, কমতি হয়না কামনা বাসনায়, রচিত হয় সৌধ মনের মিনারে চিরস্থায়ী।
প্রভূ দাসী অনূপুরক মিলিত সংসারে নেমে আসে দুর্গতি
পরিপূরক স্বামী স্ত্রীর মিলিত প্রয়াসেই শান্তি ,স্বস্থি. প্রগতি।
নর নারী দ্বন্ধ অবসানে কেউ খাটো নয় পরস্পরে দিতে হবে মান
অন্যথায় নর নারী বিভক্ত হয়ে মানব জাতিই বিপন্ন হবে, ভয়াবহ হবে যার পরিণাম।
সৃষ্টি কর্তার অমোঘ নিয়ম নর নারী একে অন্যকে ছেড়ে সুস্থ শান্তির নেই কোন গতি
বুঝে শুনেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন মহান আল্লাহ অধিপতি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৩-২০১৭ | ৭:৩৮ |

    এই ই সংসার। এই ই সংসার তরনী।
    লিখা সুন্দর হয়েছে আপা। শুভ সকাল এবং শুভেচ্ছা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    GD Star Rating
    loading...
    • ছন্দ হিন্দোল : ০৯-০৩-২০১৭ | ৭:৫৬ |

      স্বস্তি,শান্তিতে পাড়ি দিক সংসার তরণী…..
      পৌছে যাক তীরেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  2. ফকির আবদুল মালেক : ০৯-০৩-২০১৭ | ৭:৪০ |

    লিখে যান। আমরা কিছু পাঠক আছি পড়ব।

    অনেকে আমাকে বলেন, আগে আপনি লেখার সমালোচনা করতেন, এখন করেন না কেন? তাদের বলি আমরা জাতে বাঙালি, প্রশংসা আর তোষামত খুবই পছন্দ করি, সমালোচনা সহ্য করার মত ক্ষমতা আল্লাহ্‌ আমাদের দেন নি, এবং মনে করি কেউ সমালোচনা করলে ভাবি- পাকনায় আইছে কোত্থেকে?

    এত কথা কেন বললাম এবার সেদিকে আসি। আপনাকে বলেছিলাম যে, আপনার দাড়ি, কমার ব্যবহার ঠিক হচ্ছে না, আপনি আমলেই নেন নি কথাটা। আপনি কি বড় বড় কবির কবিতা পরেন ন? লিখতে হলে পড়তে হয়।

    একথা ঠিক আপনার চিন্তা, চেতনা, ভাবনায় গভীরতা আছে, প্রাকশেও সাবলীলতা আছে আর এ কারণেই আপনাকে এত কথা বলা।

    দিন দিন আপনার পরিচ্ছন্ন লেখা পাঠে আমরা সমৃদ্ধ হব, এই কামনা রইল।

    GD Star Rating
    loading...
    • ছন্দ হিন্দোল : ০৯-০৩-২০১৭ | ৮:৩২ |

      সালাম দাদা
      সমালোচনা করতে গুণীরাই পারে। অবিভাবকের দায়িত্ব বলতে গেলে …
      অবশ্যই ভুল শুধরে দিবেন …
      অনেক কৃতজ্ঞতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      চেষ্টা করতেছি, নীড়েরও সাহায্য পাই, কৃতজ্ঞতা নীড়ের প্রতিও…
      আমি খুব কম লিখি, আগে তো ছিঁড়েই ফেলতাম …
      লিখি বললে … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif
      সালাম ও অনাবিল শুভকামনা …

      GD Star Rating
      loading...